সাউথ বাংলা ব্যাংকের চেয়ারম্যান ও এমডিকে দুদকে তলব

0
642

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রফিকুল ইসলামকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জিজ্ঞাসাবাদের জন্য আরো তলব করা হয়েছে ব্যাংকটির প্রাক্তন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলীকে।

ব্যাংকটিতে ২০০ কোটি টাকার ঋণ প্রদানে অনিয়মের অভিযোগ অনুসন্ধানে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো চিঠিতে অনুসন্ধান কর্মকর্তা ও সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান তাদেরকে আগামি ২৩ জুলাই হাজির হতে বলেছেন। দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।এর আগে, একই অভিযোগ অনুসন্ধানে গত ১২ জুলাই সাউথ বাংলা ব্যাংকের অ্যাসিটেন্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) ও বাগেরহাটের কাটাখালী শাখার হেড অব ব্রাঞ্চ বিধান কুমার সাহা, কাটাখালী শাখার ম্যানেজার অপারেশন আশরাফুল ইসলাম ও সিনিয়র অফিসার অরুপ কুমার সাহাকে জিজ্ঞাসাবাদ করে দুদক।অভিযোগের বিষয়ে দুদক সূত্র জানায়, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন ব্যাংকটির উর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির আশ্রয় নিয়ে ২০০ কোটি টাকা ঋণ দিয়েছেন। অভিযোগ রয়েছে মেসার্স আলফা এক্সেসরিজ অ্যান্ড এগ্রো এক্সপোর্ট লিমিটেডের নামে প্রায় ৩৩ কোটি টাকার অনিশ্চিত শ্রেণিকরণ ঋণ থাকা সত্ত্বেও ক্ষমতার অপব্যবহার করে নিয়ম-বহির্ভূতভাবে আরো ২০০ কোটি টাকা ঋণ প্রদান করা হয়েছে। কমিশন থেকে এমন অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়ার পর জুন মাসের শেষের দিকে দুদকের সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধানকে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপরই অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করে জিজ্ঞাসাবাদের জন্য ব্যাংকটির উর্ধ্বতন কর্মকর্তাদের তলব করে দুদক।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

eighteen − 10 =