রোহিঙ্গা মুসলিম হত্যা, পৈশাচিক নির্যাতন বন্ধ ও বিশ্ব বিবেককে জাগ্রত হওয়ার আহ্বানে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

0
461

রোহিঙ্গা মুসলিম হত্যা, ধর্ষন, পৈশাচিক নির্যাতন বন্ধ ও বিশ্ব বিবেককে জাগ্রত হওয়ার আহ্বানে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রংপুর প্রেসক্লাব চত্ত্বরে বিকেল ৪টায় প্রগতিশীল ছাত্র সংগঠনের আয়োজনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ছাত্রলীগ জাসদ রংপুর মহানগর শাখার সহ-সভাপতি শিহুরুল আলম স্বরণ এর সভাপতিত্বে ও বাংলাদেশ যুব ইউনিয়নের আহ্বায়ক শাহ্ জালাল এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্রলীগ জাসদ রংপুর মহানগর সভাপতি ও কেন্দ্রীয় সদস্য ওসমান গণি, রিপোটার্স ইউনিটি সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম, ২০নং ওয়ার্ড যুব লীগের সভাপতি ফয়জার রহমান নিউক্লিয়াস, রংপুর রোটারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাখি দাস, ছাত্র মৈত্রী’র কেন্দ্রীয় সদস্য আসাদুজ্জামান আসাদ, জাতীয়তাবাদী ছাত্রদল নেতা আতিকুল ইসলাম রানু, জেলা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, ছাত্র ইউনিয়নের সাবেক মহানগর সভাপতি মেজবাহ উদ্দিন, রংপুর বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদের সদস্য রিয়াজ হোসেন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, যুব নেতা নিয়ন, সজিব পাল, পরান ভট্টাচার্য, মুন্না, রিপন, শুভসহ বিভিন্ন ছাত্র-যুব সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তরা বলেন, রোহিঙ্গাঁ জনগোষ্ঠীর উপর মায়ানমার সরকার অমানবিক নিপীড়ন চালাচ্ছে তার বিরুদ্ধে বিশ্ববাসীর সোচ্চার হওয়া দরকার। ভারত-চীন এশিয়া মহাদেশের অর্থনৈতিক ও সামরিক মোড়ল হলেও এই নিপীড়নের দেখেও তারা নিরব কেন? আরাকান রাজ্য খনিজ সম্পদে ভরপুর এই সম্পদেও দিকে নজর সেই মোড়লদের। ফলে মায়ানমার সরকারের বিরাগভাজন তারা হতে চায় না। আরেকদিকে বিশ্ব মোড়ল আমেরিকা অস্ত্রেও বড় ক্রেতা মায়ানমার। তাই সারা বিশ্বেও সকল বিষয়ে তারা নাক গলালেও এ বিষয়ে তারা নিঃশ্চুপ। আন্দোলনের মাধ্যমে জনগণকেই সোচ্চার হতে হবে। জাতিসংঘকে আন্দোলনের মাধ্যমে পদক্ষেপ নিতে বাধ্য করতে হবে। সরকারের প্রতি বক্তরা আহবান জানান, রোহিঙ্গাঁদের নিয়ে ঘৃণ্য রাজনীতি নয়, তাদের নিরাপদ আশ্রয়, খাদ্য ঔষধসহ সকল ব্যবস্থা গ্রহণ করবেন এবং পরবর্তীতে নিরাপদে তাদের দেশে ফেরত পাঠানোর জন্য ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

nineteen − six =