এক মণ মুলা ৩০ টাকায়

0
1556

মাত্র ৩০ টাকায় এক মণ মুলা পাওয়া যাচ্ছে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার হাট-বাজারে। এখানে ব্যাপক মুলা উৎপাদন হলেও ক্রেতার অভাবে উপযুক্ত মূল্য পাচ্ছেন না কৃষকরা। হাট-বাজারগুলোর আড়তে বর্তমানে পাইকারি প্রতিমণ মুলা বিক্রি হচ্ছে ২৮ থেকে ৩০ টাকা মণ দরে।

 

সাদুল্যাপুর বাজারের পাইকারি আড়তদার মুন্না সরকার জানান, কৃষকরা বিক্রির জন্য যে পরিমাণ মুলা নিয়ে আসেন, সেই হারে ক্রেতা নেই। তাই নামমাত্র মূল্যে মুলা বিক্রি করছেন কৃষকরা। তাই খোলাবাজারে প্রতি কেজি মুলা বিক্রি হচ্ছে মাত্র এক টাকা কেজি দরে। তাই বাজারে মুলা বিক্রির জন্য এনে পরিবহন খরচই উঠছে না কৃষকের। এই সুযোগে অনেক খামারি গোখাদ্য হিসেবে ব্যবহার করছেন মুলা।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জোবায়দুর রহমান মামুন জানান, সাদুল্যাপুর উপজেলায় বন্যা-পরবর্তী ব্যাপক সবজি চাষ হয়েছে। সেই ধারাবাহিকতায় এখানে ৮০ হেক্টর জমিতে মুলার চাষ করেছেন কৃষক। এই ক্ষেত থেকে মুলা উৎপাদন হবে প্রায় চার হাজার টন। কিন্তু এই ব্যাপক ফলনে উপযুক্ত মূল্য না পেয়ে মুলাচাষি কৃষকদের লোকসান গুনতে হবে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

4 × one =