চুনারুঘাটে প্রতিন্ধীকে হুইল চেয়ার প্রদান করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যরিস্টার সুমন

0
1010

এম এস জিলানী আখনজী, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ চুনারুঘাটের সবার পরিচিত “বাদশা” জন্মের পর থেকেই প্রতিবন্ধী ও গরীব। শরীরটা অনেক মোটা হওয়ায় সরকারী হুইল চেয়ারে তার চলে না । তাই অনেকদিন ধরে তার প্রয়োজন একটি স্পেশাল ভাবে তৈরী হুইল চেয়ার যেটি বানিয়ে আনতে হয় বি-বাড়িয়া থেকে। তাই “বাদশা”সহ কয়েকজন প্রতিবন্ধীকে

 

গাড়ী কিনে দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিককিউট ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমমন। ব্যারিস্টার সুমন বলেন বুঝতে পারিনা আমাদের “শারীরিক প্রতিবন্ধকতা” বেশী, নাকি অনেক বেশী “মানষিক প্রতিবন্ধকতা”। তা না হলে আমাদের এত সম্পদ থাকার পরেও “বাদশা” কেন এত অসহায়!। বিকেলে চুনারুঘাট উপজেলার আমকান্দি গ্রামের প্রতিবন্ধী বাদশাকে বিশেষভাবে তৈরী হুইল চেয়ার প্রদানকালে তিনি এসব কথা বলেন। বাজার থেকে কিনে আনা হুইল চেয়ারে বাদশা চলাচল করতে পারত না। বিষয়টি ব্যরিস্টার সুমন জানতে পেরে বি-বাড়িয়া থেকে বিশেষভাবে তৈরী করে আনেন একটি হুইল চেয়ার। হুইল চেয়ারটি পেয়ে স্বাচ্ছন্দ্যেই চলাফেরা করতে শুরু করেছে প্রতিবন্ধী বাদশা মিয়া।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

8 + 2 =