১৩ নং কচুয়া ইউনিয়ন পরিষদ এখোন ভুতের বসোবাস রাতে চলে মাদক বিচিকিনি

0
1104

যশোর অফিস॥ যশোর সদর ১৩ নং কচুয়া ইউনিয়ন পরিষদে দিনের বেলায় দখোল হয় জামায়ত শিবিরের কার্যক্রম। এখানে কাঠ, বালি ও ছাগোলদের বাসস্থান। রাতের বেলায় দখলে চলে যায় ভাসোমান পতিতা, মদ ও গাঁজা শেবনকারীদের । ১৩ নং কচুয়া ইউপি পরিষদের

 

পবিত্রতা রক্ষা হচ্ছে না। সূত্রে জানাযায় ১৩ নং কচুয়া ইউনিয়ন পরিষদ চলছে বিভিন্ন ধরনের অনিয়ম দুর্নীতি, পরিষদের সদস্যগণ সরকারী নীতিমালার তওক্কা না করে তাহাদের খাম খেয়ালীতে পরিষদ চালাচ্ছে। পরিষদের সদস্যগণ নির্বাচনের সময় গ্রামগঞ্জের সাধারণ জনগণের বিভিন্ন প্রলোভোন দিয়ে বলে থাকে আমরা নির্বাচনের পাশ করিলে এই রাস্তা পাকা করে দেবো, স্কুল মাদ্রাসা ও পূজা মন্ডবগুলোতে আর্সেনিকমুক্ত টিউওয়েল নিজের খরচে বসাইয়া দিব ইত্যাদি। জনগণের ভোটে নির্বাচনের পাশ করার পর জনগণের কথা আর মানে নাই। এখন দুর্নীতিতে ডুবে গেছে। অপর সুত্রে জানা যায় ১৩ নং কচুয় ইউপি পরিষদের ৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বর মোছাঃ তহুরোন নেছা ১ নং, ২ নং ও ৩ নং ওয়ার্ডের বিভিন্ন মানুষের নিকট থেকে প্রতিবন্ধী , বয়োস্ক, স্বামী পরিত্যাক্তাদের ভাতার কার্ড করে দেবে বলে ১ হাজার থেকে ৫-৭ শত টাকা হাতিয়ে নিচ্ছে বলে জানা যায়। এছাড়াও খাবিখা ও সৃজনশীল কর্মসূচীর কাজে দুর্নীতি চলছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

4 × 3 =