কুমিল্লা শহরের সন্ত্রাসী ইদু বাহিনীর বিরুদ্ধে পঞ্চাশ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগ

0
871

কুমিল্লা শহরের সন্ত্রাসী ইদু বাহিনীর ভয়ে ঘর-বাড়ি পরিবার-পরিজন ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন মোঃ আব্দুল হাকিম ভুইয়া নামে এক ব্যাক্তি। তাঁর কাছে পঞ্চাশ লক্ষ টাকা চাঁদা দাবী করেছে কুমিল্লা শহরের চিহ্নিত সন্ত্রাসী ইদু

 

বাহিনী। এই বিষয়ে কুমিল্লা পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করেছেন মোঃ আব্দুল হাকিম ভুইয়া। অভিযোগ সূত্রে জানা গেছে, কুমিল্লা জেলার চান্দিনা থানার ৩নং মাধাইয়া ইউনয়নের অন্তর্গত বাখরাবাদ গ্রামের স্থায়ী বাসিন্দা মোঃ আব্দুল হাকিম ভুইয়া সন্তানদের পড়াশোনার সুবিধার্থে কুমিল্লা শহরের বায়তুল আবরার, হাউজ নং ১৫২৮, উত্তর রেইস কোর্স, কালিয়া জুড়ি রোডে পরিবার পরিজন নিয়ে দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছেন। তাঁর দুই ছেলে কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটিতে অর্নাসে অধ্যায়নরত এবং একমাত্র ছোট মেয়ে কুমিল্লা মর্ডান উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী। তিনি প্রস্তাবিত মেসার্স বাংলাদেশ কানাডা স্পেশালাইজড কোল্ড স্টোরেজ লিমিটেডে কর্মরত এবং কোম্পানীর ক্রয়কৃত চান্দিনা থানাধীন ৯নং তীর চৌঃ মৌজাস্থ ৫৬ বিঘা জমিটি কোম্পানীর প্রতিনিধি হিসাবে ২০০৫ সাল থেকে দেখভাল করে আসছিলেন। আজ থেকে প্রায় ৪বছর আগে প্রস্তাবিত মেসার্স বাংলাদেশ কানাডা স্পেশালাইজড কোল্ড স্টোরেজ লিমিটেড কোম্পানী তাদের জমিটি টি. এস. হোল্ডিং লিঃ এর স্বত্ত্বাধিকারী জাকারিয়া তাহের সুমনের কাছে বিক্রি করে দেয়। জমি বিক্রির পর থেকে বিভিন্ন সময়ে মোঃ আব্দুল হাকিম ভুইয়ার কাছে কালিয়া জুড়ি রোডের বাসায় গিয়ে মোটা অংকের টাকা চাঁদা দাবী করে আসছে সন্ত্রাসী ইদু বাহিনী। একই সাথে এই বাহিনী দাবী করেছে যেখান থেকে হোক তাদেরকে ৫০ লক্ষ টাকা চাঁদা দিতে হবে, না হয় তাকে বা তাঁর স্ত্রী সন্ত্রানদেরকে গুম করে ফেলা হবে। জানের ভয়ে তাই বাধ্য হয়ে পালিয়ে বেড়াচ্ছেন এই ব্যাক্তি। নিজের ছেলে-সন্তানদের কাছেও যেতে পারছেন না। প্রায় প্রতিদিনই ইদু তার ১০/১২ জনের একটি সন্ত্রাসী দল নিয়ে আব্দুল হাকিম ভুইয়ার বাড়ির সামনে টহল দিয়ে বেড়াচ্ছে। এই বিষয়ে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। অভিযোগ পত্রে আরো জানা যায়, ইদু সহ ৩ সদস্যকে তাঁর স্ত্রী চিনতে পেরেছেন। এরা হল, মোঃ মোশারফ হোসেন ও আবুল হাসেম। সন্ত্রাসী ইদু মিয়ার বাড়ি গ্রাম-সংচাইল, কুমিল্লা সদর, কুমিল্লা। ইদু এক সময় বাস ড্রাইভার ছিল। মদ্যপ অবস্থায় বাস চালানোর সময় বাস সমেত বড় ধরনের দুর্ঘটনা ঘটায় এবং এই দুর্ঘটনায় নিজেও একটি পা হারায়। অভিযোগ পত্র থেকে আরো জানা গেছে, বর্তমানে ইদু মিয়া একজন নামকরা সন্ত্রাসী এবং জেলখাটা দাগি আসামি। ইতিমধ্যে সে ৭/৮টি বিয়ে করেছে। এই বিষয়ে কুমিল্লা পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন-বিপিএম কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আইনগত ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করেন। একই সাথে আব্দুল হাকিম ভুইয়াকে বিষয়টি সমাধানের আশ্বাস প্রদান করেন এবং যত দ্রুত সম্ভব আসামীদের গ্রেফতার করা হবে বলে কথা দেন। তবে আব্দুল হাকিম ভুইয়া জানতে পেরেছেন এবং আশংকা প্রকাশ করেছেন, স্থানীয় প্রশাসনের একটি অংশ চাঁদাবাজ এই বাহিনীর কাছ থেকে নিয়মিত মাসোহারা নিয়ে থাকে, তাই ন্যায় বিচার পাওয়া নিয়ে তিনি শঙ্কায় আছেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

8 + 9 =