সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসীদের হামলায় কিডনী হারিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে কামরুজ্জামান

0
552

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ঃ
সিদ্ধিরগঞ্জে একদল সন্ত্রাসীদের হামলায় কিডনী হারিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে কামরুজ্জামান। মামলা হলেও কাউকে গ্রেফতার করতে পারেনি সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। জানাযায়, সিদ্ধিরগঞ্জ হাউজিং এলাকার বাসিন্দা এবং ফজলুল হক মডেল স্কুলের সভাপতি মো ঃ আউয়ালের কাছে স্কুলের হিসাব চাওয়াকে কেন্দ্র করে একদল সন্ত্রাসী তাকে মারধর করতে থাকে। বাবা মারধরের খবর পেয়ে আউয়ালের ছেলে ঘটনাস্থলে ছুটে আসে। একপর্যায়ে আউয়ালের ছেলেকে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসী বাহিনী। তার আতœচিৎকারে এলাকার লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে আহত কামরুজ্জামানকে দ্রুত ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করায়। কিডনীকে গুরুতর আঘাত পাওয়া চিকিৎসক পরিক্ষা নিরীক্ষা করে দেখেন তার একটি কিডনীর অবস্থা খুব খারাপ। পরে স্বজনদের সাথে আলোচনা করে অপারেশনের মাধ্যমে কামরুজ্জামানের একটি কিডনী কেটে ফেলে দেওয়া হয় । মারামারির ঘটনার খবর শুনতে পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে আউয়াল নিজে বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় ৪জনের নাম উল্লেখ করে এবং আরো অজ্ঞাত ৭/৮জন দিয়ে মামলা করে।
সন্ত্রাসী এরা কারা? নারায়নগঞ্জে আলোচিত ৭ খুন মামলা প্রধান আসামি নুর হোসেনকে সবসময় কুপরামর্শ দিতেন, কাইয়ুম, জাকির, নাসির, আলমগীর। উক্ত সন্ত্রাসীরা এবং আরো অজ্ঞাক ৭/৮জন আউয়ালের এবং তার ছেলে কামরুজ্জামানের উপর হামলা চালায়। এলাকাবাসী জানান, মামলা হওয়া সত্তেও সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বাড়াচ্ছে। এসব শীর্ষ সন্ত্রাসীরা হাউজিং এলাকায় একক আধিপত্য করছে, তাদের ভয়ে কেউ কোন প্রতিবাদ করার সাহস পাচ্ছেনা। এলাকায় অনৈতিক বিভিন্ন কর্মকান্ড করে যাচ্ছে উক্ত সন্ত্রাসী বাহিনীটি। বাদী আউয়াল বলেন, আমি ফজলুল হক মডেল স্কুলের সভাপতি দায়িত্বে আছি, হঠাৎ একদল সন্ত্রাসী আমার কাছে স্কুলের হিসাব চেয়ে বসে। উক্ত সন্ত্রাসীরা স্কুলের কোন সদস্য নয় আমি তাদের কাছে কেন হিসাব দিবো, এ কথা বলতে আমার উপর সন্ত্রাসী বাহিনী ঝাপিয়ে পড়ে। খবর পেয়ে আমার সন্তান আমাকে বাঁচাতে এসে আজ সন্ত্রাসীদের আঘাতে একটি কিডনী হারিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমি উক্ত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার এবং বিচার দাবি করছি। মামলা তদন্ত কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার এসআই রফিকুল ইসলাম বলেন, উক্ত বিষয়ে মামলা হয়েছে আসামিদের গ্রেফতারের অভিযান চলছে। তারা যত বড় সন্ত্রাসী হোন না কেন কোন ছাড় দেওয়া হবেনা এবং আসামিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

one × three =