ভূমিদস্যুদের হাত থেকে নদী ও খাল রক্ষায় ব্যর্থতা : গণপূর্তমন্ত্রী

0
634

রাজধানী ও এর আশপাশের নদী এবং খাল দখলকারীদের হাত থেকে রক্ষা করতে না পারার ব্যর্থতা স্বীকার করলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তবে এসব অবৈধ দখলদারদের উচ্ছেদ করে নদী এবং খাল আগের জায়গায় ফিরিয়ে আনতে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। আজ রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য প্রেস অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

মোশাররফ হোসেন প্রথমে তাঁর মন্ত্রণালয়ের নেওয়া নানা উন্নয়ন কর্মকাণ্ড সাংবাদিকদের সামনে তুলে ধরেন। পরে প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রীও আন্তরিকভাবে নদী এবং খাল ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা করতে চান। কিন্তু তা পুরোপুরি বাস্তবায়ন করা যাচ্ছে না। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার আরো বলেন, ‘ভূমিদস্যু যারা আছে তারা কিন্তু সব ভরাট করে ফেলতেছে। ৫৬টি খাল তারা ভরাট করে ফেলছে। ঢাকা সিটির চারপাশে যদি যায়, দেখবেন অনেক পাইপলাইন, শুধু ভরাচ্ছে, শুধু ভরাচ্ছে। তাই না? তো এগুলা তো বন্ধ করতে হবে। আইন আছে কিন্তু আইনের প্রয়োগ নাই।’ তিনি বলেন, ‘এখন আর ছাড়াছাড়ি নাই। যারা ভরাট করেছে, তারা ছাড় পাবে না এবং আমরা সেটা নিয়ে আবার প্রবহমান করব।’ বস্তিবাসীসহ নিম্ন আয়ের মানুষদের আবাসন সমস্যা সমাধানে সরকার নানামুখী পদক্ষেপ নিচ্ছে বলেও জানান গণপূর্তমন্ত্রী। মোশাররফ হোসেন বলেন, ‘টার্গেট হলো আমরা টেন থাউজ্যান্ড (১০ হাজার) অ্যাপার্টমেন্ট করব বস্তিবাসীর জন্য। যেখানে প্রায় ৫০ হাজার বস্তিবাসী উঠতে পারবে। এগুলা সব ভাড়াভিত্তিক হবে।’ কৃষি জমি রক্ষায় যেখানে সেখানে কলকারখানা ও বাড়িঘর যাতে নির্মাণ করতে না পারে সেজন্য একটি আইন হচ্ছে বলেও জানান মন্ত্রী।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

20 − fifteen =