বিজ্ঞাপন থেকে সাবধান ফেসবুকে প্রশ্ন বিক্রির

0
741

আমাদের দেশে যেকোনো পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা শিক্ষাব্যবস্থার ওপর গোদের ওপর বিষফোঁড়া হয়ে ক্ষত বাড়িয়েই চলেছে। কোনভাবেই এই দুষ্টচক্রকে বাগে আনতে পারছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আগামীকাল থেকেই শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। বরাবরের মতো সবাইকে আশ্বস্ত করার চেষ্টা করা হলেও কতটুকু নিরাপদ পরীক্ষার্থীরা?

 

এটা পরীক্ষাকে সামনে রেখে কর্তৃপক্ষের আশা জাগানিয়া ব্যবস্থা গ্রহণের চিত্র। গত ৮ জানুয়ারি সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় মনিটরিং কমিটির সভায় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আরোপিত হয়েছে বিধি-নিষেধ। যেমন- পরীক্ষা শুরুর তিন দিন আগে থেকে শুরু করে সকল পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত দেশে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে। পরীক্ষার্থীদেরকে পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করে স্ব স্ব আসনে বসতে হবে। এক্ষেত্রে কোন ধরনের অজুহাত গ্রহণযোগ্য হবে না এবং এর অন্যথা পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। সভায় পরীক্ষা শুরুর আগে থেকে পরীক্ষা চলাকালীন দেশে ইন্টারনেট ও ফেইসবুক বন্ধ রাখার ব্যাপারেও আলোচনা হয়। ভয়টা বিশেষ করে ফেসবুকে। কারণ, এখন সোশাল মিডিয়ার মাধ্যমেই বিক্রি হয় ফাঁসকৃত প্রশ্নপত্র। যাদের প্রশ্নপত্র লাগবে তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। এসএসসি কোশ্চেন মাত্র ৩০০ টাকা। সবার আগে প্রশ্ন দিবো, গত বছরও সবার আগে দিছি…। আর মাত্র ৪টা লোক (শিক্ষার্থী) নিবো। বাংলা ১ম পত্র আউট হবে না, ২য় পত্র থেকে দেওয়া শুরু করবো। এখন যারা প্রশ্ন নিবা তাড়াতাড়ি কমেন্ট করো। বোর্ড কপি দিবো পরীক্ষার আগের রাতে, যাদের লাগবে তারা কমেন্ট করে মেসেজ দাও। ডাইরেক্ট সেলারের কাছ থেকে আনি (প্রশ্ন)…৫০০ টাকা পার সাবজেক্ট। ওপরের কথাগুলো প্রশ্ন বিক্রেতাদের দর-দামের চিত্র। ইতিমধ্যে ফেসবুকে বিভিন্ন গ্রুপে এসএসসি’র প্রশ্ন বিক্রির হিড়িক ভাইরাল হয়ে পড়েছে। এগুলো কতটুকু সত্য বা মিথ্যা তা যাচাই করা কর্তৃপক্ষের দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু যারা পরীক্ষার্থী তাদের জন্যে পরামর্শ নিয়ে এসেছেন অভিজ্ঞজনরা। তারা বলছেন, আগামীকাল থেকেই পরীক্ষা। এখন প্রশ্নপত্রের পেছনে ছুটে নৈতিকতা ও সময় কোনটাই নষ্টের প্রয়োজন নেই। এখন ঠাণ্ডা মাথায় বইয়ে মন রাখতে হবে। নয়তো হিতে বিপরীত হবে। ছাত্রজীবনের অতি গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় ঘটে যেতে পারে সবচেয়ে বড় দুর্ঘটনা। তাই ফেসবুক থেকে সাবধান! প্রশ্ন বিক্রির বিজ্ঞাপন থেকে সাবধান!

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

fifteen − 5 =