শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আল কুরআনকে চিরতরে মুছে ফেলার ধারাবাহিকতা অব্যহত আছে

0
162

আর আমাদের দেশের আলেমরা ইখতেলাফ করছে নামাজে হাত কোথায় বাঁধবে। বুকে নাকি নাভীর নিচে ।

তাই তো কবি নজরুল ঠিকই বলেছিলেন ” বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনো বসে, বিবি তালাকের ফতোয়া খুঁজেছি ফিকাহ ও হাদীস চষে।” কপালপোড়া আলেম নামের জালেমের দল ।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) নতুন লোগো উন্মোচন করা হয়েছে।

 💠💠  নতুন লেগোতে বাদ দেয়া হয়েছে –” রাব্বি জিদনী ইলমা ” কুরআনের এই আয়াতের অর্থ ” হে প্রভু তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও ”

এর আগে ১৯৭৫ সালে বাদ হয়েছে ——————

💠 ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে “রাব্বি জিদনী ঈলমা” অর্থ “প্রভু আমায় জ্ঞান দাও। “

💠 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে “ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালাক” অর্থঃ “পড় সে প্রভুর নামে যিনি তোমায় সৃষ্টি করেছেন।

 💠 নজরুল ইসলাম কলেজ” থেকে ইসলাম বাদ দিয়ে, “কবি নজরুল কলেজ” করা হয়।

 💠 ঢাকা বিশ্ববিদ্যালয়ের “সলিমূল্লাহ মুসলিম হল” থেকে মুসলিম শব্দ বাদ দিয়ে “সলিমূল্লাহ হল” করা হয়,

 💠 ঢাকা বিশ্ববিদ্যালয়ের “আল্লামা ইকবাল হলের” নাম পরিবর্তন করে “সূর্যসেন হল”।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

three − 1 =