রাজশাহীর মহনপুর উপজেলায় গ্রাম পুলিশ বাহিনীর ত্রি-বার্ষিক সম্মেলন

0
1128

ইঞ্জিনিয়ার আখতার রহমান রাজশাহী ব্যুরো প্রধান ঃ রাজশাহী জেলা আয়োজিত বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর ত্রি-বার্ষিক সম্মেলন মোহনপুর উপজেলার ডাকবাংলা চত্বরে সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার (০৫.০২.২০১৮) রাজশাহী জেলা কমিটির আহব্বায়ক গ্রাম দফাদার মোঃ আব্দুল বারীর আহব্বানে ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন আবুল কাশেম দফাদার। প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম পুলিম বাহিনীর কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার আখতার রহমান, সভাপতি মোঃ লাল মিয়া, সাধারন সম্পাদক মজিবুর রহমান, সিনিয়র সহ সভাপতি মাসুম খানসহ মোহনপুর প্রেস ক্লাবের নেতৃবৃন্দ প্রমুখ।

 

অনুষ্ঠানে কোরআন তেলোয়াত করেন আব্দুল মজিদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দফাদার আনোয়ার হোসেন, দফাদার বশির উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি মাসুম খান, সাধারন সম্পাদক মজিবুর রহমান, সভাপতি লাল মিয়া, প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার আখতার রহমান প্রমুখ। বক্তারা সবাই বলেন, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কোন শ্রমিক নয়, তারা হচ্ছেন গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গেজেটভুক্ত কর্মচারী। গ্রাম পুলিশ বাহিনী একটি সুসংগঠিত ও সুশৃংখল বাহিনী। বক্তব্যে বক্তারা আরও বলেন ৩১০ বছর পূর্বে এই বাহিনীর জম্ম হয়। দেশের শান্তি শৃংখলা রক্ষার ক্ষেত্রে দেশের পাড়া-মহল্লায়, ওয়ার্ডে, ইউনিয়নসহ সর্বত্র তাদের ভুমিকা অপরিসীম। অথচ তাদের বেতন ভাতাদি সরকারী ৪র্থ শ্রেনীর কর্মচারীর স্কেলে হওয়ার ঘোষনা থাকিলেও তাহা বাস্তবায়ন হয় নাই। যার কারনে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী তাদের পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করিতেছে। এহেন পরিস্থিতিতে গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট উপস্থিত সকলে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীকে সরকারী ৪র্থ শ্রেনীর কর্মচারী হিসাবে ঘোষনা দিয়ে বেতন কাঠামোসহ সকল প্রকার সরকারী সুযোগ সুবিধা প্রদানের দাবি জানান। গ্রাম পুলিশ বাহিনী দেশের আইন শৃংখলা বাহিনীর সহায়ক বাহিনী হিসাবে সমাজের বিভিন্ন স্তরে গুরুত্বপূর্ণ কাজ করে থাকে।
পরিশেষে কেন্দ্রীয় কমিটির সভাপতি লাল মিয়া ৫১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী, রাজশাহী জেলা কমিটির ঘোসনা দেন। রাজশাহী জেলা কমিটির সভাপতি হিসাবে আতাউর রহমান, সাধারন সম্পাদক হিসাবে কফিল উদ্দিন ও ক্যাশিয়ার হিসাবে আব্দুল বারীর নাম উল্লেখ করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কফিল উদ্দিন দফাদার। আজকের অনুষ্ঠানের সভাপতি আবুল কাশেম উপস্থিত সকলের সুস্বাস্থ্য কামনা করে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীকে দেশের একটি সুশৃংখল বাহিনী হিসাবে জনগনের সেবা করার আহব্বান জানান।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

fourteen + 10 =