শব্দ দুষন বন্ধের নির্দেশ ডিএমপি’র

0
782

আবাসিক এলাকায় উচ্চমাত্রার শব্দযন্ত্র ব্যবহার না করার নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি। অনুমতি ছাড়া রাজধানীর বাড়ির প্রাঙ্গণে বা ছাদে, উন্মুক্ত স্থান, রাস্তা কিংবা সাধারণ মানুষের বসবাস করে এমন কোনো স্থানে গান ও উচ্চ শব্দে অনুষ্ঠান না করার নির্দেশ দিয়েছে ডিএমপি। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেয়া হয়।

‘উন্মুক্ত স্থান, বাড়ির প্রাঙ্গণ বা ছাদে ডিএমপির অনুমতি ছাড়া মাইক্রোফোন, লাউড স্পিকার বা উচ্চ মাত্রার মিউজিক জোরদার করার ব্যবহৃত যন্ত্র বাজিয়ে অথবা কনসার্ট, সঙ্গীতানুষ্ঠান, শান্তিপূর্ণ বসবাসে বিঘ্ন সৃষ্টি করে এমন কাজ করা যাবে না।’ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো বার্তায় এসব কথা বলা হয়। বার্তায় আরো বলা হয়, ঢাকা মহানগরীর সাধারণ নাগরিকদের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে ঢাকা মহানগরী অধ্যাদেশ, ১৯৭৬-এর ২৭ ও ৩১ ধারা অনুযায়ী এ নির্দেশ দেয়া হয়। উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি রাজধানীর গোপীবাগে বিয়ে বাড়িতে উচ্চ শব্দে গানের প্রতিবাদ করায় নাজমুল হক নামের এক ব্যক্তিতে পিটিয়ে হত্যা করা হয়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

one × four =