সাভারে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে ফাঁসানোর চেষ্টা, অগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক

0
802

নোমান মাহমুদঃ সাভারের আশুলিয়ায় দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে কৌশলে এক ব্যবসায়ীর দোকানে আগ্নেয়াস্ত্র ও গুলি রেখে ব্যবসায়ীকে ফাঁসানোর চেষ্টা করতে গিয়ে খোদ নিজেই ফেসে গেলো এক সন্ত্রাসী।

 

আজ (শুক্রবার) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলমের নেতৃত্বে, পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ এ.এফএম সায়েদ, পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আবুল বাশার (পিপিএম), উপ-পরিদর্শক (এসআই) মোঃ ফারুক আহমেদ, মোঃ জামিরুল ইসলামসহ পুলিশের চৌকশ একটি দল অভিযান চালিয়ে মোঃ তুহিন মিয়া (৩৩) নামে ঐ সন্ত্রাসীকে আটক করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এই ঘটনায় জড়িত উজ্জল নামে আরেক সন্ত্রাসী পালিয়ে যায়। পরে আটক সন্ত্রাসীর দেওয়া তথ্য মোতাবেক একটি চাউলের বস্তা থেকে ১টি বিদেশি রিভলবার, ১টি বিদেশি ওয়ানশুটার গান ও ৬ রাউন্ড রিভলবারের তাজা গুলি উদ্ধার করা হয়। পুলিশ জানায় গত কয়েকদিন যাবত তারা ব্যবসায়ীর কাছে ৫ লক্ষ টাকা দাবী করে আসছিলো। এর আগেও বিভিন্ন সময় তারা ঐ ব্যবসায়ীর কাছ থেকে বেশ কয়েকবার বিভিন্ন অংকে চাঁদা আদায় করেছে। কিন্ত এইবার ব্যবসায়ী তাদের দাবীকৃত চাঁদার টাকা না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে তারা ঐ ব্যবসায়ীর দোকানে অস্ত্র রেখে তাকে ফাঁসানোর পরিকল্পনা করে। পরিকল্পনা মোতাবেক তারা কৌশলে ব্যবসায়ীর অবর্তমানে দোকানের ভিতর একটি চাউলের বস্তায় অস্ত্র রেখে বেড়িয়ে যাওয়ার সময় পুলিশের হাতে ধরা পড়ে যায়। প্রাথমিক অবস্থায় আটককৃত সন্ত্রাসী চাঁদা দাবী ও ব্যবসায়ীকে ফাঁসানোর চেষ্টার কথা স্বীকার করেছে। এবিষয়ে জানতে চাইলে ডিবি উত্তরের অফিসার ইনচার্জ (ওসি) এ.এফ.এম সায়েদ বলেন, ”আটক সন্ত্রাসীর বিরুদ্ধে আশুলিয়া থানায় অস্ত্র ও গোলাবারুদ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাছাড়া এই ঘটনার সাথে জড়িত অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।”

 

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

one × 5 =