আগরতলায় প্রায় দেড় কেজি স্বর্ণসহ আটক বাংলাদেশী

0
682

ভারতের আগরতলা বিমানবন্দরে ৩৯ লাখ রুপি মূল্যের স্বর্ণ সহ আটক করা হয়েছে এক বাংলাদেশীকে। তার নাম আবুল কালাম আজাদ। শনিবার ভারতের কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বিষয়ক বাহিনী (সিআইএসএফ) ওই বাংলাদেশীকে আটক করে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএনআই।

 

এতে বলা হয়, এ সময় যাত্রীবেশে বিমানবন্দরে কমপক্ষে ১২টি স্বর্ণের বার বহন করছিলেন তিনি, যার ওজন প্রায় এক কিলোগ্রাম ৩শ দুই গ্রাম। আগরতলা বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশিকালে সিআইএসএফের সদস্যরা ওই ব্যক্তির শরীরে ধাতব পদার্থের উপস্থিতি বুঝতে পারেন।

এরপরই তার পুরো শরীর তল্লাশি করার জন্য আলাদা স্থানে নিয়ে যাওয়া হয়। এ সময় দেখা যায় ওই ব্যক্তি তার ‘রেকটামে’ বা পায়ুপথে ওই স্বর্ণের বারগুলো বহন করছিলেন। তার শরীর থেকে ওই স্বর্ণ উদ্ধার করে জমা দেয়া হয়েছে কাস্টমস কর্মকর্তাদের কাছে। এ বিষয়ে আরো তদন্ত চলছে।  উল্লেখ্য, আবুল কালাম আজাদের আগরতলা থেকে ইন্ডিগো বিমানের একটি ফ্লাইটে কলকাতা যাওয়ার কথা ছিল।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

1 × 2 =