সরকারি র্কমর্কতাদরে স্বাস্থ্যবীমার আওতায় আনার বিষয়টি সরকার অত্যন্ত সক্রিয়ভাবে বিবেচনা করছে

0
643

আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘সরকারি কর্মকর্তাদের জন্য স্বাস্থ্যবীমা প্রণয়ন’ শীর্ষক সেমিনারে একথা জানানো হয়।

 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোজাম্মেল হক খানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক মোঃ আসাদুল ইসলাম সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন।
প্রতিমন্ত্রী বলেন, আমাদের প্রতিবেশী দেশসমূহসহ উন্নতবিশ্বে সরকারি কর্মকর্তারা বীমা সেবার অন্তর্ভুক্ত থাকেন। উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের বীমায় অংশগ্রহণ করা উচিত। তিনি বলেন, কর্মচারীদের জন্য বীমার শর্তাবলী সহজ ও স্পষ্ট করতে হবে।

বীমা বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ হতে অর্থ মন্ত্রনালয়ে শীঘ্রই দাপ্তরিকভাবে যোগাযোগ করা হবে বলে সেমিনারে জানানো হয়।
বীমার বিষয়ে কর্মচারীদের আরও সচেতন করতে সেমিনারে গুরুত্বারোপ করা হয়।
পরে, জনপ্রশাসন প্রতিমন্ত্রী মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক্সেস টু ইনফরমেশনের কারিগরি সহায়তায় নির্মিত ‘সরকারি কর্মচারীর সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি/ শিক্ষাসহায়তা অনলাইন সফটওয়্যার’ উদ্বোধন করেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

5 + eight =