শিক্ষা খাতের ব্যাপক উনয়নের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা দৃষ্টান্ত স্থাপন করেছেন- রেলপথ মন্ত্রী

0
738

রেলমন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি বলেছেন,শেখ হাসিনার নেতৃত্বে আ’লীগ ক্ষমতায় আসার পর এদেশে উন্নয়নের জোয়ার বইছে। যার প্রমাণ শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন। আওয়ামীলীগ সরকার জনবান্ধব সরকার।

 

তাই বর্তমানে দারিদ্রতার হার পূর্বের তুলনায় অনেক নিচে নেমে এসেছে। বিএনপির আমলে দারিদ্র্যের হার ছিল ৬৭ শতাংশ আর আ’লীগ ক্ষমতায় আসার পর তার নেমে এসেছে ১৭ শতাংশে। এখন আর মানুষ খাদ্যের অভাবে মৃত্যুবরণ করেনা।

মন্ত্রী ১৭ ফেব্রুয়ারী চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় সাড়ে ৪ শতাধিক অন্ধ,পঙ্গু, প্রতিবন্ধির মাঝে ব্যক্তিগত পক্ষ থেকে নগদ অর্থসহ বস্ত্র বিতরণ ও উপজেলার ৮৭টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সময় তিনি আরো বলেন, দেশ স্বাধীন হওয়ারপর একমাত্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করন করেন। এরপর আরো কোন সরকার এসে প্রাথমিক বিদ্যালয়ের প্রতিতেমন কোননজর দেননি।

এরপর তারই সুযোগ কন্যা ক্ষমতায় এসে সকল প্রাথমিক বিদ্যালয় জাতীয়করন করে শিক্ষাক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছেন।
সরকার সারাদেশে প্রাথমিক বিদ্যালয়সমূহে ল্যাপটপ বিতরণ করে প্রমাণ করেছেন ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় দেশ আরও একধাপ এগিয়ে যাবে।
চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সেক্রেটারী সামছুদ্দিন আহম্মেদ চৌধুরী সেলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন, কুমিল্লা জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সফিউল আলম,উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, জেলা পরিষদের সদস্য ভিপি ফরুক আহমেদ, জেলা আ’লীগের নেতা আলী হোসেন চেয়ারম্যান, পৌর মেয়র মিজানুর রহমান, ধর্মবিষয়ক সম্পাদক এডভোকেট আবুল খায়ের, জেলা কৃষকলীগ নেতা মমিনুর রহমান ফটিক, উপজেলা আ’লীগ নেতা জিএম মীর হোসেন, ভ. আফতাবুল ইসলাম, আকতার হোসেন পাটোয়ারী, উপজেলা যুবলীগ আহবায়ক ও শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জিএম জাহিদ হোসেন টিপু, কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, চিওড়া ইউপি চেয়ারম্যান একরামুল হক, ঘোলপাশা ইউপি চেয়ারম্যান কাজী জাফর, কনকাপৈত ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল, গুণবতী ইউপি চেয়ারম্যান সৈয়দ আহাম্মদ খোকন, উপজেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদিকা এডভোকেট আয়েশা জামান শীমু প্রমূখ।
এছাড়াও এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন পর্যায়ের আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

twelve − six =