ছাতকে বিষপ্রয়োগে সাড়ে ৪শ’ হাঁস মেরে ফেলেছে দূর্বৃত্তরা

0
427

ছাতকে বিষ প্রয়োগে এক খামারির দেড় লক্ষাধিক টাকার সাড়ে ৪শ’ হাঁস মেরে ফেলেছে দূর্বৃত্তরা। এব্যপারে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে।

 

জানা যায়, উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মনিরজ্ঞাতি-গোরাদেও (কুম্বায়ন) গ্রামের মৃত সিকন্দর আলীর পুত্র হতদরিদ্র রসক আলী বিভিন্ন লোকজনের কাছ থেকে আর্থিক সহায়তা নিয়ে নিজ বাড়িতে একটি হাঁেসর খামার গড়ে তোলেন। এ খামারের অর্জিত আয়ে স্বাচ্ছন্দ্যে চলছিল তার ৭সদস্যের পরিবার। কিন্তু ১৭ফেব্রুয়ারি সকালে একটি দূর্বৃত্তচক্রের দেয়া বিষ প্রয়োগে তার সাড়ে ৪শ’ হাঁস মারা যায়। পরে একটি আক্রান্ত হাঁস নিয়ে ছাতক প্রাণি সম্পদ বিভাগে আসার পর তারা সিলেট প্রাণি সম্পদ বিভাগে পাঠিয়ে দেন। এতে রসক আলী বাদি হয়ে ১৯ফেব্রুয়ারি কুম্বায়ন গ্রামের কাজি মিয়ার পুত্র সেজুল মিয়াসহ অন্যান্যের বিরুদ্ধে সুনামগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করেছেন। এব্যাপারে ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বিরও ইউপি সদস্য সোহেল আহমদ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এ অমানবিক ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানান।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

seven + ten =