নাঙ্গলকোটে সন্ত্রাসী হামলায় ছাত্রলীগ নেতা আহত

0
858

কুমিল্লা নাঙ্গলকোটে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনেয়ার হোসেন মিশু (২৩) ও তার কয়েকজন সন্ত্রাসী বাহিনী মিলে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে অর্তকিতভাবে হামলা করে,(সিটিজি ক্রাইম টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি সাংবাদিক মো: আব্দুর রহিম বাবলুর মামাত ভাই)নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল ডিগ্রী কলেজ ছাত্রলীগের যুগ্নসাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রুবেল (২১) কে গুরুতর ভাবে আহত করেন।

 

আহত অবস্থায় জহিরুল ইসলাম রুবেল কে প্রথমে নাঙ্গল কোট উপজেলা সাস্থ কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি ঘটলে কুমিল্লা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্থানিয়সুত্রেজানাযায়, গত ১৮ ফেব্রুয়ারিরবিবার দুপুরেরখাবারখাওয়ার খেতে যাওয়ারসময় নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল ডিগ্রী কলেজ ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রুবেলকে নাঙ্গলকোট থানাসংলগ্ন“আব্দুল্লা হোটেল – ২” এরসামনে এক‍া পেয়ে, নাঙ্গলকোট পৌরসভার পূর্ব দৈয়ারা (কোদালিয়া) গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে, কুমিল্লা দক্ষিণজেলাছাত্রলীগের সহ-সভাপতিআনেয়ার হোসেন মিশু ও তার কয়েকজন সন্ত্রাসী বাহিনী মিলে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে অর্তকিত ভাবে হামলা করে, গুরুতর আহতকরে।
আহত জহিরুল ইসলাম রুবেল উপজেলার ৪নং মৌকারা ইউপির খাঁটা চৌগ্রামের মোস্তফা কামালের বড় ছেলে।

পরে একই দিন বিকালে নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল ডিগ্রী কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল জলিল সহ কয়েকজন ছাত্রলীগ নেতা নাঙ্গলকোট রেল স্টেশন এলাকায়“আব্দুল্লা হোটেল ১” এ খাবারজন্য আসলে আনোয়ার হোসেন মিশু তাদেরকে দেখে অকথ্য ভাষায় গালমন্দ করেন। এসময় আব্দুল জলিল গালমন্দের প্রতিবাদ করলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারি ঘটনা ঘটে।
এবিষয় নাঙ্গলকোট থানারওসি মো: আইয়ুব জানান ছাত্রলীগের দুই গুরুপের মধ্যে সংঘর্ষের খবর শুনেছি,অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়‍া হবে।

 

 

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

eleven − 5 =