রবির সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ নিয়ে আপিল শুনানি

0
579

মূল্য সংযোজন কর (ভ্যাট) ফাঁকির অভিযোগে মোবাইল ফোন অপারেটর রবির সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা নিয়ে এনবিআরের সিদ্ধান্তের বিষয়ে আপিল শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছেন আদালত।

 

২৮ ফেব্রুয়ারি, বুধবার বেলা ১টার দিকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত এ আদেশ দেন।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার রবির সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার এনবিআরের সিদ্ধান্তটি স্থগিত করেন হাইকোর্ট। হাইকোর্টের সে আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার আদালত এ আদেশ দিলেন।

আদালতে এনবিআরের পক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান। আর রবির পক্ষে ছিলেন ব্যারিস্টার তানজিব উল আলম।

পরে আদালত থেকে বেরিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে করা আবেদনের শুনানির জন্য আগামীকাল দিন ধার্য করে দিয়েছেন চেম্বার আদালত।’

গত ২৬ ফেব্রুয়ারি ভ্যাট ফাঁকির অভিযোগে রবির ব্যাংক অ্যাকাউন্টগুলো তিন দিনের জন্য জব্দ রাখতে সব ব্যাংককে চিঠি দেয় এনবিআর। প্রায় ১৯ কোটি টাকা ভ্যাট ও সম্পূরক শুল্ক ফাঁকির অভিযোগে সোমবার এনবিআরের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) থেকে সব ব্যাংকের প্রধান নির্বাহীর ওই চিঠি পাঠানো হয়।

এনবিআরের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে রিট করে রবি।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

two × 3 =