নৌকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ

0
481

টেকনাফ ও সেন্টমার্টিনে এক রাতেই ২১ লাখ ২ হাজার ৮ শ ৯৭ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি ও কোস্টগার্ড। যার আনুমানিক মূল্য ৬৯ কোটি ৮ লাখ ৬৯ হাজার ১শ টাকা। গত বৃহস্পতিবার দিবাগত রাতে পৃথক অভিযানে ইয়াবা গুলো উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল আছাদুদ–জামান চৌধুরী অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে সাবরাং ও স্থলবন্দর সংলগ্ন নাফ নদীতে মিয়ানমার থেকে ইয়াবার বড় চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে দুইটি পৃথক দল অভিযান চালানো হয়।

এসময় একপর্যায়ে তার নেতৃত্বে রাত সোয়া ১১টার দিকে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন নাফ নদীতে একটি নৌকায় অভিযান চালিয়ে  বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়। তা ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ৫ লাখ ৮শ ৯৭ পিস ইয়াবা পাওয়া যায়। হাবিলদার আশরাফুল আলমের নেতৃত্বে অপর টিম রাত আড়াইটার দিকে সাবরাং জিনা খাল মুখে নাফ নদী থেকে ১৩ লাখ ২হাজার ৮শ ৯৭ পিস ইয়াবা জব্দ করা হয়। উভয় অভিযানে মোট ১৮ লাখ ২ হাজার ৮শ ৯৭ পিস ইয়াবা ও একটি নৌকা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৫৪ কোটি ৮ লাখ ৬৯ হাজার ১শ টাকা বলে জানিয়েছেন তিনি। এছাড়াও রাত ১০টায় দমদমিয়া বিজিবি সংলগ্ন চেকপোস্ট এলাকা হতে ৫০পিস ইয়াবাসহ মিয়ানমারের আকিয়াব জেলার মংডু থানার নিয়ারবিলের বুজুরুজ মিয়ার পুত্র শেখ আহমদ (২৫) কে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরদিকে কোস্টগার্ড সহকারী গোয়েন্দা পরিচালক লে. কমান্ডার আবদুল্লাহ আল মারুফ জানান, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ স্টেশনের সদস্যরা সেন্টমার্টিন ছেড়াদিয়ার দক্ষিণে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ৩ লাখ ইয়াবা উদ্ধার করেছে। এসময় ইয়াবা পাচারকারীরা মিয়ানমারের দিকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ ইয়াবার মূল্য ১৫ কোটি বলে জানান তিনি। বিজিবি ও কোস্টগার্ডের উদ্ধারকৃত ইয়াবার চালান গুলো মধ্যে টেকনাফে এপর্যন্ত একদিনে উদ্ধার করা সর্ববৃহৎ চালান। এছাড়া বিজিবি কর্তৃক উদ্ধার ইয়াবার চালান দুটি এপর্যন্ত তাদের উদ্ধার ইয়াবার মধ্যে সর্ববৃহৎ চালান।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

19 + 14 =