গরীবের দুম্বার মাংস নেতাদের রান্না ঘরে

0
1124

মোঃ নুরুল ইসলামঃ মাদারীপুর জেলায় গরীবদের বিতরণের জন্য সৌদি সরকার দুম্বার মাংস সাহায্য স্বরূপ প্রদান করে। সেই কাংক্সিক্ষত দুম্বার মাংস জেলার প্রথম সারির কিছু নেতা এবং দ্বিতীয় সারির কিছু নেতারা ও গ্রাম্য কিছু অসাধু জনপ্রতিনিধিরা মিলে ভাগ-বাটোয়ারা করে নিজেরা ভক্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। ফলে উক্ত কাক্সিক্ষত দুম্বার মাংস প্রকৃত গরীব-দুঃখী মানুষের মাঝে বিতরণ করা সম্ভব হয়নি, এমনকি জেলার সরকারী শিশু পরিবারের এতিমদেরও দেওয়া হয়নি। এতে জেলার সাধারণ জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

সদর উপজেলার মানুষের মধ্যে এ নিয়ে কানাঘুষা বলছে। মাদারীপুর জেলার ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা জানান গরীব-দুঃস্থ ও এতিমদের পরিবারের জন্য সৌদি আরব থেকে ১০ কেজির পরিমাণ প্যাকেটে মাদারীপুর সদরে-১০১, কালকিনিতে-১১০, রাজৈর-৭০ ও শিবচর উপজেলার জন্য-১৪০ কার্টুন দুম্বার মাংস পাঠানো হয়েছে। সরকারি কর্মকর্তা, এমনকি কর্মচারীরাও এ মাংস যথা সময়েই পাঠানো হয়েছে কিন্তু কিভাবে, বিতরণ করা হয়েছে তা নিয়ে জানেন না। প্রত্যেক উপজেলার ইউএনও ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ মাংস ঠিকই গ্রহণ করেন। কিন্তু উক্ত মাংস প্রত্যেক ইউনিয়নের জন-প্রতিনিধি ও আওয়ামী লীগ এর নেতার ভাগ-বাটোয়ারা করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

five × one =