সোনারগাঁও পৌরসভার খোরশেদ হত্যা মামলার প্রধান আসামী সিফাত গ্রেফতার

1
834

স্টাফ রিপোর্টার‍ঃ  ২৩মার্চ শুক্রবার২০১৮ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পৌরসভার ষোলপাড়া গ্রামের ব্যবসায়ী খোরশেদ হত্যা মামলার প্রধান আসামী সুলতানের ছেলে সিফাত কে গতকাল বৃহস্পতিবার নওগাঁ জেলার লোহাগড়া এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোনারগাঁও থানার ওসি(তদন্ত) জসিম উদ্দিন জানান,তথ্য প্রযুক্তি ব্যবহার করে হত্যা মামলার প্রধান আসামী সিফাত কে বৃহস্পতিবার নওগাঁ জেলার লোহাগড়া থেকে গ্রেফতার করা হয়েছে। গত১মার্চ জমি সংকান্ত বিরোধের জের ধরে সোনারগাঁও পৌরসভার ষোলপাড়া গ্রামের মৃত ফজর আলীর ছেলে ব্যাবসায়ী খোরশেদ আলম কে দিনে দুপুরে প্রকাশ্যে সুলতান মিয়া তার ছেলে সিফাত,রিফাত,স্তী সেফালী বেগম খোরশেদ মিয়াকে কুপিয়ে হত্যা করেন।

 

এ ঘটনায় খোরশেদ আলমের মা বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার ২১দিন পর আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।এর আগে আসামীদের গ্রেফতারের দাবিতে উপজেলা ও সোনারগাঁ থানার সামনে মানব বন্ধন করেন খোরশেদ আলমের স্বজন ও এলাকাবাসী। এব্যাপারে সোনারগাঁও থানার ওসি মোরশেদ আলম বলেন, খোরশেদ হত্যার প্রধান আসামী সিফাত কে গ্রেফতার করে পুলিশ প্রমান করলো অপরাধী যত দূরে পালিয়ে থাকুক না কেন পুলিশ তাকে খুজে বের করবেই আর বাকি আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

twenty + eleven =