আগামীতে আমরা আর কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবো না: রওশন এরশাদ

39
5163

জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, জাতীয় পার্টি সরকার থাকার সময় দেশ ও জনগণ খুশি, সুখি ও শান্তিতে ছিল। এখন জনগণ সেই সুখ ফিরে পেতে চায়। এই সমাবেশ দেখে মনে হচ্ছে আগামীতে আমরা আর কারো ক্ষমতা যাওয়া সিঁড়ি হবো না। আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির মহাসমাবেশ তিনি একথা বলেন। রওশন বলেন, দেশে এখনো সাড়ে ৫ কোটি লোকের কর্মসংস্থান নেই।

এদের কর্মসংস্থান দিতে পারে একমাত্র জাতীয় পার্টি। তিনি বলেন, মার্চ মাস আমাদের স্বাধীনতা অর্জনের মাস। সেই জন্য আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি। সেই সঙ্গে শেখ শহীদদের, বীর মুক্তিযোদ্ধাদের, লাখো মা- বোনদের স্মরণ করছি। সেই সঙ্গে আমি বলতে চাই, প্রতিবেশী ভারতবাসীকে স্মরণ করছি। মুক্তিযুদ্ধে আমাদের সাহায্য সহযোগীতা করেছিল এবং লাখ লাখ মানুষকে আশ্রয় দিয়েছিল। তাই তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছি। ‘আজকে সমাবেশ দেখে মনে হচ্ছে জাতীয় পার্টি যথেষ্ট শক্তিশালী একটি দল। জাতীয় পার্টির ইতিহাস উন্নয়নের ইতিহাস। জাতীয় পার্টির ইতিহাস জনগণের ভাগ্য পরিবর্তনের ইতিহাস। দলীয়করণ সন্ত্রাস, চাঁদাবাজির ইতিহাস নয়।’ ‘কাজেই আমাদের মনে রাখতে হবে, জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান বলেছিলেন, ৬৮ হাজার গ্রাম বেঁচে থাকলে বাংলাদেশ বেঁচে থাকবে। তিনি গ্রাম বাংলার উন্নয়ন করেছিলেন। এত উন্নয়ন করেছিলেন যে তা বলে শেষ করা যাবে না। প্রত্যেক খাতে জাতীয় পার্টি উন্নয়ন এনেছিল। বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান দেশকে স্বাধীন করেছিলেন কিন্তু স্বাধীনতার স্বাদ জাতীয় পার্টি জনগণকে বুঝিয়েছে। জনগণ পরিবর্তন চায়।’ সমাবেশে পার্টির কো-চেয়ারম্যান রওশন এরশাদ, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দীন বাবলু, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, সালমা ইসলাম, আব্দুস সাত্তার, বিরোধী দলের চিফ হুইফ তাজুল ইসলামসহ পার্টির ঊর্ধ্বতন নেতারা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

19 + three =