দেশকে আফ্রিকা, সিরিয়া বানাত বিএনপি ক্ষমতায় থাকলে: হাছান মাহমুদ

0
773

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের বক্তব্যের প্রতিক্রিয়ায়, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন , বিএনপি ক্ষমতায় থাকলে দেশের মানুষ তারেক রহমানের হিংস্র থাবার শিকারে আফ্রিকা, সিরিয়া, আফগানিস্তানের মত অবস্থা হত বলে মন্তব্য করেছেন তিনি। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা হলে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের আয়োজনে, ২৫ মার্চ গণহত্যা দিবসকে আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণার দাবিতে’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

হাছান মাহামুদ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশে এতো উন্নয়ন হয়েছে তা বিএনপি মেনে নিতে পারছে না। তাদের গা শির শির করছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশে এতো উন্নয়ন হয়েছে তা আপনারা লুকিয়ে রাখতেও ব্যর্থ হয়েছেন। এসব আবোল তাবোল না বলে এই অর্জনের জন্য দেশ ও জাতিকে অভিনন্দন জানান। বিএনপি নেতা মওদুদের নাম উল্লেখ করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বলেন, উন্নয়নশীল দেশ হতে কি কি যোগ্যতা লাগে সেগুলো একটু ভাল করে পড়ে দেখুন। বর্তমানে মাথাপিছু আয় রয়েছে ১৭০০ ডলার আপনারা যখন ক্ষমতায় ছিলেন মাত্র ৫৬০ ডলার ছিল। তাহলে কিভাবে আপনারা চার বছরে এতো উন্নয়ন করতেন? আপনারা ক্ষমতায় থাকলে প্রতিটি জেলায় একটি করে হাওয়া ভবন বানিয়ে ফেলতেন। মওদুদ আহমেদের রোগ হয়েছে এমন মন্তব্য করে হাছান বলেন, সুপ্রিম কোর্টের বার নির্বাচনে জয়ী হয়েই মওদুদ আহমেদ বলছেন দেশে ভোট হলে ৭৫শতাংশ ভোট বিএনপি পাবে। তাহলে নির্বাচনে যেতে আপনাদের ভয় কোথায়? নির্বাচনে এলে বুঝা যাবে ৭৫ থেকে ৭ বাদ দিবে নাকি ৫ বাদ যাবে। এটা দেশের জনগণই বলে দেবে। আপনারা সরকারের সমালোচনা করলে, তবে তা হওয়া উচিত গঠনমূলক। দেশের উন্নয়নের ঈর্ষানিত না হয়ে দেশ ও জাতিকে অভিনন্দন জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মোঃ সরোয়ার হোসেন হাওলাদারের, কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট আসাদুজ্জামান দুর্জয়, সাধারণ সম্পাদক মুন্সী এবাদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, প্রমুখ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

9 + eighteen =