কিশোরগঞ্জে বড়ভিটা, পুটিমারী, রনচন্ডী ইউনিয়নবাসীর আলোচনা সভা ও মানববন্ধন

0
1366

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
স্বাধীন নির্বাচন কমিশন নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নকে অখন্ডিত রেখে সংসদীয় আসনের সীমানা পুণঃবিন্যাসের খসড়া তালিকা প্রকাশ করায় বড়ভিটা, রণচন্ডী, পুটিমারী ইউনিয়নবাসীর পক্ষে আওয়ামী লীগ বড়ভিটা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ আলীর উদ্দ্যোগে আলোচনা সভা ও মানববন্ধনের আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বড়ভিটা স্কুল এন্ড কলেজ গেটে পাকা রাস্তায় অবসর প্রাপ্ত বড়ভিটা স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক বাবু পরেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে ও অখন্ড দাবী কমিটির প্রধান সমন্বয়কারী স্বেচ্ছাসেবক লীগ বড়ভিটা শাখার সভাপতি গোলাম রব্বানী মিন্টুর সঞ্চালনায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বড়ভিটা যুব লীগের সাধারণ সম্পাদক মহিমা রঞ্জন রায় ও অখন্ড দাবী কমিটির উপদেশটা মোশারব হোসেন বাবুল, বড়ভিটা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মহির উদ্দিন বসনিয়া, ছাত্র লীগ সভাপতি বড়ভিটা ইউনিয়ন শাখার আব্দুর রউফ , অধ্যক্ষ রণচন্ডী স্কুল এন্ড কলেজের মুকুল হোসেন, বিশিষ্ট দর্জি ও সমাজ সেবক বুলবুল আহম্মেদ, প্রভাষক বাদশা আলমঙ্গীর, কামরুজ্জামান রাজা মাস্টার, বাদাউ, সাংবাদিক ইত্তেফাকের শামিম হোসেন বাবু , নয়াদিগন্তের শাহজাহান সিরাজ, যায় যায় দিনের মিল্লাত হোসেন , সংবাদের সিএস তপন খোলা কাগজের মাফি শেখ গোলাম মোস্তফা এমপি কর্তৃক প্রেরিত জলঢাকা ও নীলফামারীর টিভি সাংবাদিক প্রমূখ।

ছাত্র লীগ সভাপতি আব্দুর রউফ বলেন, আজকে আমরা যদি নীলফামারী-৩ আসনের এমপির কাছে যাই তিনি নীলফামারী-৪এর কাছে যেতে বলেন, নীলফামারী-৪ বলেন উনিতো জাতীয় শিক্ষা কমিটির সদস্য ওনার কাছে যান। একটা কাগজে স্বাক্ষর নিতে দ্বারে দ্বারে ঘুরতে হয। এইযে আমাদের লাঞ্চন্া- বঞ্চনা, হয়রানীর স্বীকার থেকে আমারা আলোর মুখ দেখতে পাচ্ছি গত বুধবারের দিন স্বাধীন নির্বাচন কমিশন আমাদের ৯ টি ইউনিয়ন একত্রিত করে সৈয়দপুরের সাথে মিলে নীলফামারী-৪ সংসদীয় আসনের সীমানা পুণঃবিন্যাসের খসড়া তালিকা প্রকাশ করে। এই সাংবাদ প্রকাশ হবার পড়ে জলঢাকার এমপি গোলাম মোস্তফার স্বার্থ বিঘিœত হয়েছে মর্মে বিরোধিতা করার চেষ্টা করছে। মহিমা রঞ্জন রায় বলেন, আমাদের উপজেলায় একজন ইউএনও, একজন ওসি, সব আফিসেই একজন করে পেয়েছি। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে ২জন এমপির কাছে আমাদের দৌরাতে হয়। হয়রাণীর স্বীকার হতে হয়। প্রধান বক্তা ইউনুছ আলী নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, আজ কিশোরগঞ্জে মানুষের ভাগ্য পরিবর্তনের সময় এসছে। আমরা আমাদের ভাগ্যের পরিবর্তনের জন্য আর কারো কাছে ধর্ন্যা দিতে চাই না। আমরা আর কারো মুখের দিকে তাকিয়ে থাকতে চাই না। অখন্ড কিশোরগঞ্জ উপজেলাকে নিয়ে কেউ কোন ছিনিমিনি খেলতে চাইলে তাদেরকে কোনভাবে ছাড় দেয়া হবে না। আমরা কিশোরগঞ্জের মানুষ ত্যাগ করতে শিখেছি। আগামী দিনে কিশোরগঞ্জের উন্নয়নে সবাই ঐক্য বদ্ধভাবে কাজ করতে আমরা আগ্রহী। আলোচনা সভা শেষে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে এক বিশাল আনন্দ মিছিল বড়ভিটা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সভাস্থলে এসে কর্মসূচীর সমাপ্তি ঘটে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

17 + 3 =