তুরাগে স্কুল দখলের অভিযোগ

0
678
স্টাফ রিপোটারঃ
রাজধানীর তুরাগ থানাধীন ফুলবাড়ীয়া এলাকায় স্কুল দখলে অভিযোগ রয়েছে। অভিযুক্ত দখল বাজ ও ভূমি দস্যু আল ইমারা হাউজিং লিঃ বিরুদ্ধে এ অভিযোগ রয়েছে। তুরাগ থানার দীর্ঘ ২৭ বছর ধরে মানুষের কাছে শিক্ষার আলো পৌচে দেওয়ার লক্ষ্যে আলোকিত বাংলাদেশ গড়ার জন্য নিবিকার কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠাদাতা খালেদ মোশারফ। শুধু তাই নয় দীর্ঘ ২৭ ( সাতাশ) বৎসরে এস এস সি পরীক্ষায় জাতীয় পর্যায়ে সমগ্র ঢকা বোর্ডে ৩ বার বোর্ডস্ট্যান্ড বোর্ডট্যালেন্টপুল বৃত্তি জাতীয় শীর্ষ মেধাস্থান ৫৫,৩৩,৬৫ প্রাপ্ত গোল্ডেন অ+ সহ ১৮ বছর ধারাবাহিক ১০০% পাস ২৭ বছরের শীর্ষ মেধাস্থানের ঐতিহ্যের ধারক ও বাহক গর্বিত শিক্ষা প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানে প্রদান উপদেষ্টা ডাঃ এনামুল রহমান, মাননীয় এম পি সংসদ সদস্য (১৯), সহকারী উপদেষ্টা জাকির হোসেন, সিনিয়র সচিব আইন মন্ত্রনালয়, এছাড়া আরো রয়েছে আজিজ মেম্বার, হাজী আসকর আলী, ও আলহাজ্ব নাছির উদ্দিন, প্রতিষ্ঠানের সভাপতি ডাঃ মাহাথির মোহাম্মদ আসিফ, স্কুল কর্তৃপক্ষ মোশারফ হাই স্কুল প্রধান শিক্ষিকা নাছিমা আক্তার এর নামে রয়েছে এই সম্পত্তি। তার পার্শ্বে নতুন নির্মাণধীন বাড়ী কাজ চলা কালীন সময় স্কুল কর্তৃপক্ষকে না বলে স্কুলের দেওয়াল ঘেষে থাকা বাউন্ডারি ও সিড়ি ভাংচুর করে।
গত ২২ মার্চ মোশারফ হাই স্কুল বার্ষিক শিক্ষা সফর যাওয়ার স্কুলে কেউ না থাকার কারনে বাউন্ডারি ও সিড়ি ভেঙ্গে সরিয়ে ফেলে, বিবাদী পক্ষে জমির মালিক মোঃ সামছুল আলম গং ও তার পোষা কুকুর সিদ্দিক সহ অজ্ঞাত কয়েক জন মিলে গত ২৩/০৩/২০১৮ইং বিকেল আনুমানিক ৪ টায় দিকে তুরাগ থানার ডিউটি পুলিশ একটি দল ঘটনা স্থানে তদন্ত করে সত্যতা পাওয়া যায়। এর পর কিছু ক্যাডার বাহিনী ও মাদক সেবন কারীরা মিশে ভয়ভীতি হুমকি প্রদান করে থাকে। এক পর্যায় স্কুলের ক্ষতি করতে চায় তারা। শিক্ষ প্রতিষ্ঠান একটি দেশের সম্পদ যা যে কোন দেশের দল বল নির্বিশেষে প্রয়োজনীয় অত্র প্রতিষ্ঠানে নিজস্ব সম্পদ থাকা সর্ত্তেও দিতে চাচ্ছে না স্থানীয় ভূমি খোর কিছু অসাধু ব্যক্তিরা। যেখানে মাননীয় প্রধান মন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সেখানে সামছুল আলম গং মিলে দখলের পায়তারা করছে। তবে না যায় স্কুল কর্তৃপক্ষের দলিল অনুযায়ী তাদের বাউন্ডারির ও দেওয়াল পরও বেশ কিছু জমি পাবে। এ ব্যপারে গত ২৪/০৩/২০১৮ইং তুরাগ থানায় একটি সাধারণ ডায়রী করেছেন। যার নং ১০৩১ তদন্ত কর্মকর্তা এস আই খগেন্দ্র বিষয়টি খতিয়ে দেখছেন। একাধিক শিক্ষক ও ছাত্র-ছাত্রী জীবন এখন হুমকি স্বরুপ । বর্তমান সরকারে বিশেষ সাফল্য শিক্ষা ক্ষেত্রে প্রাদান্য আর তুরাগের সেই শিক্ষাকে ধূলোর সাথে মিশে দিতে চায় কিছু অসাধু ব্যক্তি। এ ব্যাপারে আল-ইমারা হাউজিং লিঃ সামছুল আলম গং এর সাথে মুঠোফোনে জানতে চাইলে তাকে পাওয়া যায়নি।
Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

13 + two =