মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতা সাধারণের সঙ্গে প্রতারণা অ্যাপেক্স

0
571

 মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতা সাধারণের সঙ্গে প্রতারণা করার অপরাধে রাজশাহীতে অ্যাপেক্স’র শোরুমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আরও তিনটি প্রতিষ্ঠানকে ‌১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৮ মার্চ) অভিযানে শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর রাজশাহী কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৪ ধারায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় নিউমার্কেট এলাকায় অ্যাপেক্স’র শোরুমকে মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারিত করে আসছে। তারা বিক্রিত পণ্যের ওপর ৭০ শতাংশ ছাড়ের কথা বললেও বাস্তবে এমন ছাড়ের কোনো পণ্য পাওয়া যায়নি।  অফার দেওয়ার পর থেকে এ পর্যন্ত এমন কোনো পণ্যে বিক্রির প্রমাণও দিতে পারেনি তারা। শোরুম ঘুরে ৬০ শতাংশের বেশি ছাড় মিলেনি। এ করনে ওই শোরুকে ২০ হাজার টাকা জড়িমানা করা হয়েছে।  এছাড়া মহানগরীর দরগা পাড়া এলাকায় ইসলাম ট্রেডার্সকে মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় বিক্রয় করার অপরাধে ৫১ ধারায় ৮ হাজার টাকা, রানী বাজারের রুচিতা প্লাস কনফেকশনারিকে পণ্যের মোড়কে খুচরা মূল্য, উৎপাদনের তারিখ ব্যবহার না করার অপরাধে ২ হাজার টাকা এবং পেস্ট্রি শপকে পণ্যের মোড়কে খুচরা মূল্য ব্যবহার না করার  অপরাধে  ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, অভিযান চলাকালে ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্বলিত লিফলেট বিতরণ করা হয় এবং আইনটি মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়েছে।  জনস্বার্থে পুলিশের সহায়তায় মহানগর এলাকায় এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সহকারী পরিচালক হাসান আল মারুফ। বাজার তদারকিতে সহায়তা করেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ভাইস প্রেসিডেন্ট মাসুদুর রহমান রিংকু।

 

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

fourteen + twenty =