পুলিশের ক্ষমতার অপব্যবহার চলছেই

0
1238

জনগনের জানমালের নিরাপত্তার দয়িত্বে নিয়োজিত পুলিশ বাহিনী যেন জনগনের জন্য আতংকের কারন হয়ে দাঁড়িয়েছে। প্রায় ক্ষেত্রেই দেখা গেছে কোন অপরাধ সম্পর্কে পুলিশকে অবহিত করলে পুলিশই বিপদের কারন হয়ে দাঁড়ায়। মানুষ পারতপক্ষে থানা পুলিশের কাছে যেতেই চায় না। একটি সাধারন ডাইরি করতে থানায় গেলে কর্তব্যরত কর্মকর্তা (ডিউটি অফিসার) কতরকম প্রশ্ন যে করে তার শেষ নেই। এরপরও পয়সা ছাড়া জিডি হয় না একথা দিব্যালোকের মত সত্য। এদিকে মামলার কথা বলাও বাহুল্য। হত্যার মত ঘটনা ঘটলেও ক্ষতিগ্রস্ত ব্যক্তি সাত দিন না ঘুড়ে মামলা করতে পারে না যার অসংখ্য উদাহারন রয়েছে।

আবার নিরপরাধ ব্যক্তিকে রাস্তা থেকে ধরে নিয়ে মাদকের মামলা দেয়ার মত ঘটনা গণমাধ্যমে প্রায় প্রতিদিনই প্রকাশিত হচ্ছে। সম্প্রতি এক শ্রেণীর পুলিশের বাড়াবাড়ির কারনে এ সংস্থাটির ভাবমূর্তি ও জনগণের আস্থা সবই যেন অতল গহবরে যাচ্ছে। কিছু পুলিশের গ্রেপ্তার বাণিজ্য ও রাস্তায় তল্লাশির নামে হয়রানি যেন নিত্য দিনের ব্যপার। ঢাকা মহানগরির বিভিন্ন স্থানে দেখা যায় পুলিশ রিকশা থেকে নামিয়ে যাত্রীদের ব্যাগ, মানিব্যাগ এমনকি পকেটে হাত ঢুকিয়ে তল্লাশি করছে। তল্লাশির সময় যাত্রী ভয়ে কাঁপতে থাকে। কারন পকেটে ইয়াবা, ফেন্সিডিল বা গাঁজা ঢুকিয়ে দিয়ে গ্রেপ্তার বাণিজ্য যে করবে না তার নিশ্চয়তা কি? কিছদিন আগে কোটা সংস্কার নিয়ে ছাত্রদের অন্দোলনের সময় জনৈক পুলিশ কর্মকর্তা অন্দোলনকারীদেরকে প্রকাশ্যে “খাইয়া ফালামু, খাইয়া ফালামু” বলে যে হুমকি দিয়েছে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সংবাদ পাঠের জের ধরে ডিআইজি মিজান সংবাদ পাঠিকাকে টুকরা টুকরা করে ফেলার যে হুমকি দিয়েছেন তাও গোটা দেশবাসী জানে। বিশাল সম্পদের মালিক ডিআইজ মিজানকে অবশেষে দুদক তলব করছে। জনগণকে জিম্মি করে সম্পদের পাহাড় গড়েছেন এমন অসংখ্য মিজান রয়েছে। জণগনের সেবার নামে সরকারী একটি বাহিনীতে এসব মিজানরা হায়েনার চেয়ে ভয়ংকর। আবার সড়ক মহা সড়কে পুলিশের সার্জেন্টরা আরেক অতংকের নাম। ঢাকাসহ বিভিন্ন জেলা শহরে দেখা যায় পুলিশের সার্জেন্টরা তাদের পোশাকের ওপর হাফ হাতা একটি হলুদ শার্ট পরিধান করে নাম ফলক (নেম টোকেন) ঢেকে রাখে। তারপর গাড়ি থামিয়ে কাগজপত্র তল্লাশির নামে অযথা হয়রানি করতে থাকে। এসময় কর্তব্যরত সার্জেন্ট এর নামটি ভুক্তভোগী জানতে চাইলে সার্জেন্ট ধমক দেয় ও বলে,“নাম জাইনা কী করবেন ?” অথচ প্রতিটি পুলিশের কর্তব্যরত অবস্থায় তার নাম ফলক (নেম টোকেন) উন্মুক্ত রাখার নির্দেশনা রয়েছে। পোশাকের ওপর হাফ হাতা হলূদ শার্ট পরিধান করা সার্জেন্টরা মানছে না এ নির্দেশনা। গাড়ির কাগজপত্র ঠিক থাকলেও সার্জেন্টরা কাগজ নিয়ে অযথা অনেকক্ষন আটকিয়ে রাখে যার ফলে উক্ত গাড়ির চালক ও যাত্রী সকলেই হয়রানির শিকার। এ অবস্থার অবসান হওয়া দরকার।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

18 + 4 =