গাঁজা ব্যবসায়ী পিতা-পুত্রের কারাদণ্ড

1
1218

পাকুন্দিয়ায় গাঁজা ব্যবসার অপরাধে পিতা-পুত্রকে এক বছর করে কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা জরিমানা অনাদােেয় আরো দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকালে কিশোরগঞ্জ কালেক্টরেটের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মো. সাঈদ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডিত পিতা-পুত্র হলো- পাকুন্দিয়া উপজেলার মঠখোলা নরপতি এলাকার মৃত আব্দুর রাজ্জাকের পুত্র মো. খোকন মিয়া ও মো. খোকন মিয়ার পুত্র মো. সোহেল মিয়া। এর আগে মঠখোলা নরপতি এলাকার খোকন মিয়ার বাড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়ে পিতা-পুত্রকে দুই কেজি গাঁজাসহ আটক করা হয়। সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মো. সাঈদ এর নেতৃত্বে মাদক বিরোধী এই অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের কর্মকর্তাগণ অংশ নেন। পরে তাদের কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

1 × 2 =