যাত্রাবাড়ীর শনির আখড়া বিএনপি পন্থি আকতার মাতবরের মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডে আতংকিত এলাকাবাসী

0
1223

এজাজ রহমান:
এাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গী, মাদক ও সন্ত্রাসের বিষয়ে আপোষহীন ভাবে দিক নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে সে বিষয়ে যতেষ্ট স্বোচ্চার। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হস্তে দমনের নির্দেশ থাকা স্বত্ত্বেও সন্ত্রাসীরা এতবেশি ক্ষমতাশালী এবং বেপোরোয়া যে, থানা পর্যায়ে সাধারণ ডাইরী বা মামলা নিতে অপরাগত স্বীকার করেন ক্ষমতাধর সন্ত্রাসীদের কাছে। এমনই একজন মাদক ও অস্ত্র সন্ত্রাসী বিএনপি পন্থী মোঃ আকতার মাতবর, পিতা: মোখলেছ মাতবর, সাং: গোবিন্দপুর, শনিরআখড়া, থানা: যাত্রাবাড়ি একাধিক মামলা রয়েছে চলমান।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, তার বড় ভাই মোকতার হোসেন ঢাকা দক্ষিণ যুবলীগের নেতা। তার ক্ষমতার জোরে ক্ষমতার অপব্যবহার করছেন তিনি। সম্প্রতি আকতার মাতবরের বাসায় ভাড়া থাকতেন আওয়ামীলীগের অনুরাগী সহকারী ঠিকাদার কাজী জাকির হোসেন, বাড়ি গোপালগঞ্জের মোকসেদপুর। তার দাদা ছিলেন মোকসেদপুর এর গোয়ালা মনিরকান্দির আওয়ামীলীগের সাবেক এমপি কাজী আব্দুর রশিদ। তার কাছ থেকে গল্প শুনে শোকার্ত ১৯৭৫ সালের বেঁচে থাকা শেখ হাসিনার ও শেখ রেহানার করুন কাহিনীর পরিপ্রেক্ষিতে একটি গল্পের বইয়ের পান্ডলিপি তৈরী করেন প্রকাশনার জন্য। পরবর্তীতে বাড়িওয়ালা আকতার মাতবর জানতে পারে সে আওয়ামী পন্থি। কোন এক সময় আকতার মেম্বার এর ঘরে অনুমতি ছাড়া প্রবেশ করে দেখে ফেলেন অস্ত্রের বস্তা। আকতার গংরা বলেন, বিনা অনুমতিতে কেন ঘরে প্রবেশ করেছ? প্রতিত্তরে জাকির বলেন, ভাড়া দিতে এসেছিলাম, বলে চলে যান। সেই থেকে জাকিরের প্রতি সন্দেহ জন্ম নেয়। সম্প্রতি খালেদা জিয়ার রায় শুনতে টিভি খবরের জন্য আক্তার মাতবর জাকিরের ঘরে যায়। রায় শুনার পর হঠাৎ উত্তেজিত হয়ে ঘরে টানানো বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি লক্ষ্য করে অসভ্য ভাষায় কটুক্তি করেন। জাকির প্রতিবাদ করায়, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি ভাঙচুর করেন এবং তার সন্ত্রাসী বাহিনী দ্বারা জাকির হোসেনকে টেনে হেঁচড়ে ঘরের বাইরে নিয়ে এলোপাতারী কিল ঘুষি লাতি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করে। এক পর্যায়ে আকতার মাতবর হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে বাম পায়ের উড়–তে প্রচন্ড আঘাত করিলে পায়ের হাড় ভেঙে খোড়া করে ফেলে। এ বিষয়ে জাকির হোসেন নিজে বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন যাহার নং-২১, তাং-০৪-০৪-১৮ইং, ধারা: ৩২৩/৩২৫/৫০৬ এখনও আকতার মাতবর গংরা ফোনে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। পরবর্তীতে বাসা ছেড়ে অন্য বাসায় আত্মগোপন করে পরিবারের নাবালক তিন সন্তানকে নিয়ে অসহায় ভাবে জীবনযাপন করছেন। জাকির হোসেন সংসারের একমাত্র উপার্যনকারী তাই সংসারের আসভাবপত্র বিক্রি করে চিকিৎসার ব্যয় বহন করছেন। তিনি আমাদের সংবাদ প্রতিনিধিকে ক্ষোভ ও দুঃখের সাথে বলেন, বাংলাদেশের জনগণের সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সবিনয় বিনীত নিবেদন করেন আক্তার মাতবর উন্নয়ন ও আসন্ন জাতীয় নির্বাচনকে প্রতিহত করছে ও মাদক গোপনে অস্ত্র সরবরাহের মাধ্যমে। এ ধরণের সন্ত্রাসীকে কোন প্রকার মাথাছাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে সজাগ দৃষ্টি দিবেন এবং শোকার্ত ৭৫ বইটি প্রকাশ করতে পারি সে বিষয়ে আর্থিক অনুদানে আগামী প্রজন্ম যাহা শোককে শক্তিতে পরিনত করে উন্নয়নের অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা রাখবে বলে আশা করেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

twelve + sixteen =