খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে সোচ্চার প্রবাসী বিএনপি

1
1187

এমডি শাহিন মজুমদার‍ঃ
গত ২৭ এপ্রিল রোজ শুক্রবার আল মদিনা হোটেলের হলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল  (বি.এন.পি) আল জুবাইল প্রাদেশিক কমিটি সৌদি আরব এর উদ্যোগে  মিথ্যা ও প্রতিহিংসা মূলক রাজনৈতিক মামলায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করার প্রতিবাদে বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। আল জুবাইল প্রাদেশিক বিএনপির সাধারন সম্পাদক হেলাল উদ্দিন  ভূঁইয়ার সঞ্চালনায়|

আল জুবাইল প্রাদেশিক বিএনপির সভাপতি আব্দুল আজিজর  সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ  মোহাম্মদ শামীম, প্রধান বক্তা হিসেবে উপস্হিত ছিলেন  আল জুবাইল  প্রদেশিক বিএনপির  প্রধান উপদেষ্টা ও সাবেক সভাপতি নাসিমুজ্জামান সোহেল, বিশেষ অতিথি উপস্হিত ছিলেন আবুল বাশার স্বপন, সাবেক সভাপতি-আল জুবাইল প্রাদেশিক বিএনপি, জসীম উদ্দিন শামীম, সাবেক সভাপতি-আল জুবাইল প্রাদেশিক বিএনপি, শেখ আব্দুল মান্নান, সাবেক সভাপতি-আল জুবাইল প্রাদেশিক বিএনপি, এইচ এম তৌফিক এলাহী কবির, সাবেক সভাপতি-আল জুবাইল প্রাদেশিক বিএনপি, মাহবুব আল হুদা মামুন, প্রধান পৃষ্টপোষক – ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি, পূর্বাঞ্চলীয় প্রদেশ, সৌদি আরব, এস এম শফিউল আলম শফি, সাবেক সিনিয়র সহ-সভাপতি-আল জুবাইল প্রাদেশিক বিএনপি, শোয়াইব বিন আহমেদ সোহেল, সাবেক উপদেষ্টা-আল জুবাইল প্রাদেশিক বিএনপি।
স্বাগত বক্তা হিসেবে উপস্হিত ছিলেন  আবুল খায়ের, সিনিয়র সহ-সভাপতি-আল জুবাইল প্রাদেশিক বিএনপি অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন যথাক্রমে আতিক আহমেদ দানা, সাবেক উপদেষ্টা- আল জুবাইল বিএনপি, জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক- আল জুবাইল প্রাদেশিক বিএনপি, মোঃ রহমত উল্লাহ, সভাপতি- ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি পূর্বাঞ্চলীয় প্রদেশ সৌদি আরব, ফরিদ উদ্দিন কালন, সাধারন সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি পূর্বাঞ্চলীয় প্রদেশ সৌদি আরব, সাইফুল ইসলাম, সহ সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি পূর্বাঞ্চলীয় প্রদেশ সৌদি আরব, মোঃ খলিলুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক- আল জুবাইল প্রাদেশিক বিএনপি, কামরুল ইসলাম সুমন- সাধারন সম্পাদক, আল জুবাইল যুবদল, জালাল মজুমদার, সাধারন সম্পাদক, আল জুবাইল শ্রমিক দল, আব্দুর রহিম সেলিম, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক, আল জুবাইল স্বেচ্ছাসেবক দল প্রমুখ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

5 × two =