গোলটেবিল বৈঠকে বাণিজ্যমন্ত্রী ডাকসুসহ সকল হল ও শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচন হওয়া প্রয়োজন

0
861

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ডাকসুসহ সকল হল ও শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচন হওয়া প্রয়োজন। নির্বাচনের মাধ্যমেই নতুন নেতৃত্ব উঠে আসবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে সামনে রেখে নতুন নেতৃত্বকে এগিয়ে যেতে হবে। এটাই জাতি প্রত্যাশা করে। তরুণরাই জাতির সম্পদ। বিগত দিনে সকল গণতান্ত্রিক আন্দোলনে নতুনদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বাণিজ্যমন্ত্রী বলেন, তরুণ সমাজকে আদর্শবান হতে হবে। সেই আদর্শকে সামনে রেখে এগিয়ে যেতে হবে। জাতির জনকের আদর্শ মাথায় ধারন করতে হবে।

 

বাণিজ্যমন্ত্রী আজ ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)‘র সেমিনার হলে হাসুমণি‘র পাঠশালা আয়োজীত “তারুণ্য সম্পদ, তারুণ্যই ভবিষ্যৎ ঃ প্রয়োজন আদর্শিক নেতৃত্ব” শীর্ষক গোল টেবিল আলোচনা সভায় প্রধান আতিথির বক্তৃতায় এ সব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, বর্তমান সরকারের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সার্স কমিটির মাধ্যমে বর্তমান নির্বাচন কমিশন গঠিত হয়েছে। এ নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। এ নির্বাচন কমিশনে বিএনপি‘র প্রস্তারিত ব্যক্তিও আছেন। নির্বাচন কমিশন স্বাধীন। সংবিধান মোতাবেক যথাসময়ে নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন অনুষ্ঠান করবে। তত্ত্বাবধায়ক সরকারের দাবী তুলে কোন লাভ নেই। এ দেশে আর কোন দিন তত্ত্বাবধায়ক সরকার আসবে না।

বাণজ্যমন্ত্রী বলেন, ১৭ মে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এদিন তিনি স্বজন হাড়ানোর বেদনা নিয়ে চোখের জল ফেলে দেশে ফিরেছেন। সেদিন আমরা শ্লোগান দিয়েছিলাম- ঝড়-বৃষ্টি আধাঁর রাতে শেখ হাসিনা আমরা আছি তোমার সাথে। এদিন আমাদের জন্য ঐতিহাসিক। শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামীলীগ-এর হাল ধরে নিজের জীবন বাঙ্গালী জাতির জন্য উৎস্বর্গ করেছিলেন। আজ তাঁরই নেতৃত্বে বাংলাদেশ দ্রুত সকল ক্সেত্রে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এলডিসি থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের কাতারে এসেছে। জাতিসংঘসহ উন্ত বিশ^ বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করছে।

হাসুমণির পাঠশালার সভাপতি মারুফা আক্তার পপি‘র সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক,এপি। সেমিনারে বিষয়ের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, এমপি, অতিরিক্ত পুলিশ মহা-পরিদর্শক মোখলেছুর রহমান, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

five × two =