বিশ্বকবি রবী ঠাকুরের কৃতকর্মকে তুলে ধরতে সকলকে এগিয়ে আসতে হবে ……খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার

0
582

রেজাউল ইসলাম তুরানঃ খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার সুভাষ চন্দ্র সাহা (রাজস্ব) বলেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কৃতকর্মকে সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যেতে হলে সকল পর্যায়ের মানুষকে এগিয়ে আসতে হবে। তাহলে আগামী প্রজন্ম তার সৃষ্টিকর্ম সম্পর্কে সঠিক ধারনা লাভ করতে পারবে। তাছাড়া রবীন্দ্রনাথের শিল্প, সাহিত্য ও সংস্কৃতির উন্মেষ ঘটিয়ে বিশ্বের বুকে তার সৃষ্টিকর্মকে ছড়িয়ে দিতে হবে। এর মাধ্যমে বাঙ্গালী জাতি সত্ত্বার বিকাশ ঘটবে। তিনি গতকাল বেলা ১১ টায় রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত ৩ দিন ব্যাপী উপ‌জেলার পিঠা‌ভোগ গ্রা‌মে  বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭ তম রবীন্দ্র জন্ম জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. ইলিয়াছুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা প্রশাসক মো. আমিন-উল আহসান, রূপসা উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা সুলতানা, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিজানুর রহমান, রূপসা থানা অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম। সহকারী অধ্যাপক ফাল্গুনী মূখার্জি ও ফারহানা আক্তারের পরিচালনায় বক্তৃতা করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুলসুম আরা, কৃষি কর্মকর্তা মো. ফরিদুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভীন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবু বকর মোল্লা, সমাজ সেবা কর্মকর্তা প্রবীর রায়, ওসি (তদন্ত) আ. রহমান বিশ্বাস, পিআইও মো. আরিফ হোসেন, ইউপি চেয়ারম্যান সাধন অধিকারী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিলারা ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, দারিদ্র বিমোচন কর্মকর্তা বিলকিস জাহান জোয়ার্দ্দার, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, জেলা আ’লীগ নেতা আ. মজিদ ফকির, অধ্যক্ষ বিশ্বনাথ ভট্রাচার্য্য, আল মামুন সরকার, প্রধান শিক্ষক কৃষ্ণপদ রায়, বাকির হোসেন বাকু, সমাজ সেবক নূর মোহাম্মদ সিকদার, গোপাল চন্দ্র মন্ডল, শিক্ষক নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন মিন্টু, গোপাল চন্দ্র কুশারী, রূপসা প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম তোতা, সাধারন সম্পাদক তরিকুল ইসলাম ডালিম, সাংবাদিক তরুণ চক্রবর্তী বিষ্ণু, কৃষ্ণ গোপাল সেন, আ. জব্বার শিবলী, চিত্ত রঞ্জন সেন প্রমূখ। অপরদিকে সকাল ১০ টায় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা, প্রদীপ প্রজ্জ্বলন, বিকেল ৩ টায় চিত্রাঙ্কন, ৪ টায় রবীন্দ্র সংগীত প্রতিযোগীতা, ৫ টায় রবীন্দ্রনাথের জীবনীর উপর আলোচনা সভা এবং সন্ধ্যা ৬ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

1 + 12 =