ক্রিকেটপাগল জাতি হিসেবে সেই জায়গাটির সদ্ব্যবহার করা উচিত

0
575

রাজধানীতে যানজট এড়িয়ে দ্রুত চলাচলের সুবিধার জন্য শুরু হয়েছে মেট্রোরেল স্থাপন প্রকল্প। পুরোদমে কাজ চলছে প্রজেক্টের। প্রধানমন্ত্রী শেখ হাসিনের ব্যক্তিগত ইচ্ছায় নির্দিষ্ট সময়ের চার বছর আগেই স্বপ্নের মেট্রোরেল যাত্রী পরিবহন শুরু করবে। মিরপুর ১২ থেকে ১০ নম্বর গোলচক্কর, কাজীপাড়া-শেওড়াপাড়া হয়ে চলছে এই প্রজেক্টের মহাযজ্ঞ।

প্রকল্পের স্বার্থে বিশাল এলাকা জুড়ে রাস্তার মাঝখানে ঘেরাও দেওয়া হয়েছে। এই ঘেরাও দেওয়া জায়গার মাঝেই বিভিন্ন স্থানে চলছে নির্মাণ কাজ। যেহেতু মাঝে কিছু জায়গা খালি আছে, ক্রিকেটপাগল জাতি হিসেবে সেই জায়গাটির সদ্ব্যবহার করা উচিত! তাই স্থানীয় কিছু তরুণ ব্যাট-বল নিয়ে চলে গেলেন কাজীপাড়ার প্রজেক্ট এলাকার একটি ফাঁকা স্থানে। শুরু হয়ে গেল ক্রিকেট খেলা। শুভ আল হোসাইন নামের এক ফটোগ্রাফার সেই এলাকা দিয়ে যাচ্ছিলেন। বেশ উৎসাহব্যাঞ্জক এই ছবিটি ক্যামেরবন্দি করেন তিনি। এরপর জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর ফেসবুক পেইজে প্রকাশিত হয় ছবিটি। ছবিটি পোস্ট করে বেশ মজার ক্যাপশন দিয়েছে ক্রিকইনফো, ‘ব্যাটসম্যান কি ঘরে বসে থাকবে? তাই ঢাকার মেট্রোরেল প্রজেক্ট ক্রিকেটের জন্য একটু জায়গা উপহার দিল।’

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

14 − six =