চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন একরামুল হকের স্ত্রী ও দুই মেয়ে

0
803

মাদকবিরোধী অভিযানে গত ২৬ মে র‍্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত টেকনাফ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও পৌর কাউন্সিলর একরামুল হকের স্ত্রী আয়েশা বেগম চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। দুই কিশোরী মেয়েকে নিয়ে তিনি চট্টগ্রামে লুকিয়ে আছেন বলে জানিয়েছেন। গতকাল রোববার মুঠোফোনে আয়েশা বেগম বলেন, ‘দুই স্কুল পড়ুয়া মেয়েকে নিয়ে নিরাপত্তাহীনতার মধ্যে সময় পার করছি।’

তিনি বলেন, ‘দুই মেয়ে আর আমি ছাড়া ঘরে আর কেউ নেই। মামলা-মোকদ্দমা নিয়ে যে থানা-আদালতে দৌড়াদৌড়ি করব, সেই সুযোগ ও পরিস্থিতি কোনোটি নেই। মেয়ে দুটো সারাক্ষণ বাবার জন্য কান্নাকাটি করছে, ক্ষণে ক্ষণে মূর্ছা যাচ্ছে, কী করব ভেবে পাচ্ছি না। দুই মেয়ের লেখাপড়ার কী হবে? কীভাবে সংসার চালাব ?’ একরামের দুই মেয়ে তাহিয়াত হক ও নাহিয়ান হক টেকনাফ বর্ডার গার্ড পাবলিক স্কুলের অষ্টম ও ষষ্ঠ শ্রেণিতে পড়ছে। তাহিয়াত জানায়, ‘বাবা সব সময় আমাদের মোটরসাইকেলে তুলে স্কুলে নিয়ে যেতেন, বাবা তো বেঁচে নেই, এখন কে আমাদের স্কুলে নিয়ে যাবে?’। এদিকে আয়েশা বেগম জানান, তার স্বামী একরামুল হকের হত্যার পর সাংবাদিকেরা ছাড়া প্রশাসনের কেউ তাঁদের খোঁজ-খবর নেয়নি। একরামের বড় ভাই নজরুল ইসলাম বলেন, ‘সবাই মামলার কথা বলছে। আমরা কার বিরুদ্ধে মামলা করব? পুরো পরিবার নিরাপত্তাহীনতায় আছি।’

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

five × four =