রূপসায় ৪০ দিনের কর্মসূচী হ-য-ব-র-ল অবস্থা, দেখার কেউ নেই

0
620

রেজাউল ইসলাম তুরান : খুলনার রূপসায় ৫টি ইউনিয়নের ৪০ দিনের কর্মসূচীতে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। জানা যাই উপজেলা পর্যায়ে উন্নয়নমূলক কাজের জন্য মোট ১৪৯১ জন লোক নিয়োগ দেওয়া হয়েছে। ইউনিয়ন পর্যায়ে ১নং আইচগাতীতে ২৪৪ জন, ২নং শ্রীফলতলায় ২০২ জন, ৩নং নৈহাটী ৪১১ জন, ৪নং টিএস বি ১৭৬ জন ৫নং ঘাটভোগে ৪৫৮ জনকে অংশ গ্রহন করানো হয়েছে। কিন্তু এর ভিতর ও চলছে সুভঙ্করের ফাকি।

 

সরেজমিনে গত ২৯/৩০ মে উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়নের ৮নং ওয়ার্ড মুচিরপাড়া এলাকা ঘুরে জানা যায় এখানে কাজের জন্য ৫২ জনের থাকার কথা থাকলেও জনবল আছে মাত্র ৩০ থেকে ৩২ জন। কিন্তু আর বাকিরা গেল কোথায়। এ নিয়ে স্থানীয় এক ব্যক্তি বলেন দলের অনেক নেতা আছে যাদের নাম তালিকায় থাকলেও তাদের একজনকেও কাজে দেখা যায় না। তাছাড়া ওয়াসা কর্মরত কর্মীদের ও এই তালিকায় নাম আছে বলে জানা যায়। যাদের শুধুমাত্র বেতন তোলার সময় পাওয়া যায়। উক্ত কাজের ব্যাপক অনিয়ম দেখে রেক্সনা নামের এক নারী শ্রমিক তার প্রতিবাদ করে এবং উর্ধ্বতর কর্মকর্তা এবং সাংবাদিক খান মিজানুর রহমানকে বিষয়টি জানান যার কারনে তাকে কাজ থেকে ২ দিনের জন্য বাদ দেওয়া হয় এবং তাকে বলা হয় যে এ বিষয় নিয়ে সে যদি পুনরায় বারাবারি করে তবে তাকে আর কোথাও কাজ করতে দেওয়া হবে না। এসব বিষয় অস্বীকার করে উক্ত ওয়ার্ডে দায়িত্বে থাকা কালাম সরদার জানান আমার ওয়ার্ডে যতটুকু কাজ হচ্ছে অন্য ওয়ার্ডে এতভালো কাজ হচ্ছে না। এ ব্যাপারে উপজেলা যুব অফিসার আবু বক্কার মোল্যা বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন যদি কোন দূর্নীতির অভিযোগ পাওয়া যায় তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

twelve − seven =