সবাই মিলে “চলো আবারো বদলে দেই রাজশাহী”

0
454

রাজশাহী প্রতিনিধি ঃ এশিয়া মাহদেশের মধ্যে রাজশাহী সিটি হবে দর্শণীয় সিটি। এই কর্মসুচীর অধীনে ‘চলো আবারো বদলে দেই রাজশাহী’ এ শ্লোগানে নগরীতে লিফলেট বিতরণ করেছেন ছাত্রলীগের নেতৃবৃন্দ। রোববার সকালে নগরীর ১৩ নং ওয়ার্ড এলাকায় নৌকা প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ করেন তারা। এতে নেতৃত্ব দেন ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণা।
এ সময় নগর ছাত্রলীরের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিবসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মহানগর ছাত্রলীগের উদ্যোগে এ লিফলেট বিতরণের আয়োজন করা হয়।

 

নগরের বিভিন্ন এলাকায় প্রতিদিন ভোটারদের কাছে গিয়ে লিফলেট বিতরণ করে নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য ভোটারদের প্রতি অনুরোধ জানাচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
রাজশাহী বদলে দেয়ার মহাপরিকল্পনা তুলে ধরে লিফলেট বিতরণকালে আগামী সিটি নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য ভোটারদের প্রতি এই অনুরোধ জানান আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন এর জ্যেষ্ঠ কন্যা অর্ণা জামান। এ সময় তিনি বলেন, ‘তার পিতা খায়রুজ্জামান লিটন মেয়র থাকাকালে রাজশাহীর উন্নয়নের চিত্র আপনারা দেখেছেন। সুন্দরভাবে জীবন যাপন ও বসবাসের জন্য তিনি (লিটন) সমৃদ্ধশালী একটি আধুনিক ও দৃষ্টিনন্দন রাজশাহী শহর গড়ে তোলার চেষ্টা করেছেন। এ নিয়ে আগামীতেও তার মহাপরিকল্পনা রয়েছে। যা বাস্তবায়নের জন্য আরেকবার খায়রুজ্জামান লিটনকে মেয়র নির্বাচিত করা প্রয়োজন।’
অর্ণা জামান বলেন, রাজশাহীকে তার পিতা লিটন এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। আপনাদের ছেলে মেয়েদের জন্য রাজশাহীতে কর্মসংস্থান সৃষ্টির চেষ্টা চালিয়েছেন। কিন্তু গত পাঁচ বছরে সেই অগ্রগতি থেমে গেছে। রাজশাহী পিছিয়ে পড়েছে। আগামীতেও যদি আমরা আবার ভুল করি তবে রাজশাহী আরও পিছিয়ে পড়বে। তাই রাজশাহীকে বদলে দিয়ে এগিয়ে নিয়ে যেতে আরেকবার নৌকা প্রতীকে ভোট দিয়ে এএইচএম খায়রুজ্জামান লিটনকে মেয়র নির্বাচিত করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান অর্ণা জামান।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

1 × 4 =