আইনগতভাবে হাউজিংপ্রকল্পগুলোকে জমি ক্রয়ের উদ্যোগ নিতে হবে: ভূমি মন্ত্রী

0
440

ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. বলেছেন, সরকারের পূর্বানুমতি নিয়ে আইনগতভাবে হাউজিং প্রকল্পগুলোকে জমি ক্রয় করার উদ্যোগ নিতে হবে।
আজ ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন হাউজিং প্রকল্পের অভ্যন্তরিস্থ সরকারি জমি উদ্ধার সংক্রান্ত সভায় হাউজিং প্রকল্পের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময়কালে ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ সভাপতির বক্তব্যে এ কথা বলেন।
ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ আরও বলেন, সরকারের নির্ধারিত সিলিং এর বাইরে জমি ক্রয় করা যাবে না।

সংশ্লিষ্টদের উদ্দেশে মন্ত্রী বলেন, সরকারি জমি জবর দখল বা অপব্যবহার না করে সেগুলোকে জনস্বার্থে সরকারকে উদ্ধার কাজে সহায়তা করতে হবে। মন্ত্রী জেলা প্রশাসকদের কাছ থেকে সারাদেশের হালনাগাদ খাস জমির তথ্য নিয়ে হাউজিং প্রকল্পের অভ্যন্তরে থাকা সরকারি জমির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য আন্তঃ মন্ত্রণালয় সভা আহ্বানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
সভায় অন্যান্যের মধ্যে ভূমি মন্ত্রণালয়ের সচিব আবদুল জলিল, অতিরিক্ত সচিব সিরাজ উদ্দিন আহমেদ, অতিরিক্ত সচিব আকরাম হোসেন, বসুন্ধরা গ্রুপ, রূপায়ণ গ্রুপ, নাভানা রিয়াল এস্টেট, ইউনাইটেড ল্যান্ড পূর্বাচল সিটি, বিশ্বাস বিল্ডার্স এর প্রতিনিধিগণ, ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শামস্ আল মুজাদ্দেদ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

two + 2 =