বনশ্রী এলাকায় ভূমিদস্যু, মাদক, সন্ত্রাসের কোন স্থান হতে দেব না ..দৌলত হোসেন

0
881

এম.পি.চৌধুরীঃ
রাজধানীর খিলগাও থানাধীন দক্ষিণ বনশ্রীর স্থায়ী বাসিন্দা, মিশুক, হাস্যজ্জল, নামাজী ও বনশ্রীর বাসীর নয়নমনি প্রানপ্রিয়, জনদরদী, দানশীল, ন্যায়বিচারক, দরিদ্রদের সাহায্যে দাতা, অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন নেতা দক্ষিন বনশ্রীর সাধারণ সম্পাদক মোঃ দৌলত হোসেন বলেন, আমি নিজে অন্যায় করি না কাউকে করতেও দেব না, ভালবাসা যদি মনকে জয় করতে পারে তবে ভালবাসা দিয়েই যাবো, মাদক, ভূমিদস্যু, সন্ত্রাস, চাদাবাজ জঙ্গীবাদীদের কোন স্থান আমার দক্ষিণ বনশ্রীতে হতে দেব না যতক্ষন আমি বেচে আছি আমার মৃত্যুর পর কি হবে তা জানা নেই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বি.এস.সি অনার্ম. এম.এস.সি নেয়ার পর ঢাকা সিটি কর্পোরেশনের কর্মরত আছি। আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রি জননেত্রী শেখ হাসিনা-কে মাদক নির্মুল করার জন্য এবং বর্তমান কমিশনার আনিস ভাইকে যিনি এলাকার সার্বিক উন্নয়নের ছোয়া এনে দিয়েছেন। আমরা তাকে এমপি হিসাবে দেখতে চাই।

 

আমি বৃহত্তর ঢাকার আড়াইহাজার উপজেলায় নিজ এলাকায় বিভিন্ন মসজিদ, মাদ্রসাসহ সেবামূলক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত রয়েছি এবং বিভিন্ন সমাজসেবামূলক কাজে অংশগ্রহন করে অবদান রেখেছি। আমি সব সময়ই স্বতঃ স্ফূর্ত ভাবে কল্যাণমূলক কাজে নিজেকে ব্যাপৃত করতে দ্বিধা করি না। দক্ষিন বনশ্রীর জামে মসজিদের সাধারণ সম্পাদক ও পণ্যবিথী মার্কেটের সভাপতি এবং সহ সভাপতি হিসাবে দঃ বনশ্রী প্লট মালিক কল্যান সমিতির দায়িত্ব পালন করছি। আমি ঢাকা ফোরামের সাধারণ সম্পাদক। আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, উন্নয়ন কর্মকান্ড সহ পরিচালনা মূলক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত রয়েছি। আমি ঢাকাস্থ কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য হিসাবেও দায়িত্ব পালন করেছেন। আমি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সাথেও জড়িত আছি। নয়া সমাজ সাহিত্য সংগঠনের একজন পরামর্শ ও বুলেটিন সম্পাদনা পরিষদের উপদেষ্টা, মিলিনিয়াম টিভি চ্যানেলের উপদেষ্টা। তিনি এলাকার একজন দানশীল ও পরোপকারী ব্যক্তি হিসাবে পরিচিত। বর্তমানে আমি দক্ষিন বনশ্রী জামে মসজিদের সহ- সভাপতি ও আবুবকর (রাঃ) জামে মসজিদ, মাদ্রাসা, এতিমখানার সভাপতি হিসেবে অত্যন্ত যোগ্যতার সাথে দায়িত্ব পালন করছি। বনশ্রী এলাকাবাসীর দাবি আগামীতে আমরা সৎ, নিষ্ঠাবান, খোদাভীরু, দানশীল, দয়ালু মোঃ দৌলত হোসেনকে ২নং ওয়ার্ড কমিশনার হিসাবে আরও নানা সেবামূলক কাজে দেখতে চাই। তিনি ছাড়া বনশ্রীকে কেউ কুলষীত মুক্ত করতে পারবে না। সম্ভবও নয়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

3 + three =