লজিং মাষ্টার থেকে কোটিপতি সুমনা হাউজিংয়ের মালিক বসির আহম্মেদ

0
753

স্টাফ রিপোর্টারঃ
আবাসন কোম্পানি সুমনা হাউজিং লিমিটেডের মালিক বসির আহম্মেদ সাধারন জনগনের টাকা হাতিয়ে লজিং মাষ্টার থেকে এখন কোটিপতি বনে গেছে। নুন আনতে যার পান্তা ফুরাতো সে বসির এখন শত কোটি টাকার মালিক। আবাসন ব্যবসার নামে জনগনকে প্রতারনার ফাদে ফেলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে বসির আহম্মেদ। যা রীতিমতো তার জন্মস্থান বরিশালে এক চমক সৃষ্টি করেছে।

অনুসন্ধানে জানা গেছে, অভাবের সংসারে বেড়ে উঠা বসির পেটের তাগিদে জন্মভুমি বরিশাল ছেড়ে ২০০০ সালে পাড়ি জমান রাজধানী ঢাকা শহরে। আশ্রয় নেন ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে এক বাড়ীতে লজিং মাষ্টার হিসেবে। বছর পাঁেচক লজিং মাষ্টার হিসেবে ভালোই চলেন। কিন্তু মাথায় যার অশুভ বুদ্ধি ভরা থাকে, তাকে তো আর দড়ি দিয়ে বেধে রাখা যায় না। বসিরের বেলায়ও ঘটেছে ঠিক তাই। অন্যের টাকায় কিভাবে নিজের পকেট ভরা যায় সেই কৌশল বসির রপ্ত করেন খুব ভালো ভাবে। আর তাই ২০০৫ সালে কয়েক জন শেয়ার হোল্ডার নিয়ে গড়ে তোলেন সুমনা হাউজিং আবাসন প্রকল্প। কোম্পানীতে শেয়ার হোল্ডারদের সমহারে মুলধন বিনিয়োগ করার কথা থাকলেও বসির নিজে একটি টাকাও পুজি খাটাননি। আর তাই একটা সময়ে শেয়ার হোল্ডারদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হলে তা অনেকেই জানতে পারে। প্রতারনা করে বসির আহম্মেদের শূন্য কোটিপতি হওয়া রহস্যের বিস্তারিত অপরাধ বিচিত্রায় আসছে। চোখ রাখুন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

15 − 4 =