দশমিনা- বাউফলেরতেতুঁলিয়া নদীতে কোস্ট গার্ডের তিনদিন ব্যাপক অভিযা ন

0
705
ফয়েজ আহমেদঃ পটুয়াখালীর দশমিনা,গলাচিপা ও বাউফলের আওতাধীন বুড়াগৌরাঙ্গ এবং তেতুঁলীয়া নদীতে আজ তিনদিন ব্যাপী ব্যাপক অভিযান পরিচালনা করেন,কোস্ট গার্ড শীপ বগুড়া
চীপ পেটি অফিসার মোঃ মিজানুর রহমানের নের্তৃত্বে কোস্ট গার্ডের দুইটি টহল দল অদ্য ০৫জুন সকাল ৯ ঘটিকা হতে বিকেল সারে চার ঘটিকা পর্যন্ত তেঁতুলিয়া ও বুড়া গৌরাঙ্গ নদীর বাঁশবাড়িয়া, ভুতুমচর, কালাইয়া, নিমদী, মোমিনপুর, ধুলিয়া, দূর্গাপাশা ও তৎসংলগ্ন এলাকায় কোস্টগার্ড শীপ বগুড়ার দুইটি টহল দল কর্তৃক এ অভিযান চালিয়ে প্রায় ১ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল ও ১ লক্ষ মিটার অবৈধ মশারী জাল আটক করে স্থানীয় জনগনের উপস্থিতিতে ধুলিয়া লঞ্চ ঘাট সংলগ্ন নদীর তীরে পেট্রোল ঢেলে আগুনে পুড়ে ধ্বংশ করে ফেলা হয়। এমর্মে উপস্থিত স্থানীয় জনগন বলেন, সামনেই রয়েছে মা ইলিশ রক্ষার্থে ২০/২২দিনের অবরোধ। এই অবরোধ চলাকালীন     কোস্ট গার্ডের এধরনের অভিযান অব্যাহত থাকলে,(যদিও জেলেদের সাময়ীক ভাবে একটু ত্যাগ শীকার করতে হবে)আগামী ইলিশ মৌসুমে জেলেরা যেমন জাল ভরা ইলিশ পাবে,তেমনি জন সাধারনও সারা বছর জুড়ে বাজারে ইলিশ পাবো। এতে করে জেলেরা লাভবান হবে,জনসাধারন টাটকা ইলিশ পাবে তেমনি, এই ইলিশ দেশের চাহীদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে বহু বৈদেশীক মুদ্রা অর্জনে সক্ষম হবে।
Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

12 − 5 =