হরিজনদের বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল-সমাবেশ

0
711

রংপুর সিটি কর্পোরেশনের আওতায় কর্মরত সকল হরিজনদের বাজার দরের সাথে সংগতিপূর্ণ বেতন, অবসর ভাতা, উৎসব ভাতা প্রদান, মৃত্যুর পর কর্মরত হরিজন পরিবারকে আর্থিক সহযোগিতা, প্রসূতি মায়েদের মাতৃকালীন ছুটি, হরিজনদের কাজের সরঞ্জাম প্রদান সহ বিভিন্ন দাবিতে গতকাল ৩০মে সকাল ১১টায় হরিজন অধিকার আদায় সংগঠন নগরীতে বিক্ষোভ মিছিল সমাবেশ ও স্মারকলিপি পেশ করেছে। স্থানীয় প্রেসক্লাব চত্বরে হরিজন অধিকার আদায় সংগঠনের সভাপতি সুরেশ বাসফোর এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সুজন বাসফোর, সাধারণ সম্পাদক সাজু বাসফোর, সুমন বাসফোর, শরৎ বাসফোর প্রমুখ। বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন ধরে রংপুর সিটি কর্পোরেশনে প্রায় পাঁচ শতাধিক হরিজন সম্প্রদায় পরিচ্ছন্নতার কাজ করে আসছি। নগর পরিকল্পনা বাস্তবায়ন ও নাগরিকদের স্বাচ্ছন্দ নিশ্চিত করতে রাস্তা-ঘাট অফিস-আদালত ঝাড়– দেওয়া, পয়ঃনিস্কাশন, ড্রেন, ডাস্টবিন ইত্যাদি পরিস্কার করার দায়িত্ব আমরাই পালন করছি কিন্তু বেঁচে থাকার ন্যূনতম অধিকার থেকেও আমরা বঞ্চিত।

দূর্গন্ধ ও জীবানু সংক্রমনের ঝুঁকি নিয়ে নিজেদের জীবনকে বিপন্ন করে এখনো আমরা এই কাজে নিয়োজিত আছি। কিন্তু আমাদের কাজের নিরাপত্তার জন্য সিটি কর্পোরেশন থেকে কোনো সরঞ্জামের কোনো ব্যবস্থা করা হয়নি। প্রসূতি মায়েদের জন্য মাতৃকালীন ছুটি নেই এবং কর্মরত কোনো ব্যক্তির মৃত্যুর পর তার পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়না। আমরা সিটি কর্পোরেশনে যে বেতন পাই তা একেবারে নগন্য। বর্তমান বাজার দরে এ বেতন দিয়ে সংসার চালানো অসম্ভব। আমরা অর্থাভাবে সন্তানদের লেখাপড়া ও অসুস্থ হলে চিকিৎসা করাতে পারছিনা তাই আমরা বর্তমান বাজার দরের সাথে সংগতিপূর্ন বেতন চাই। আজ আমরা অনেক দুঃখ কষ্টে মানবেতর জীবন যাপন করছি। বক্তারা অবিলম্বে রংপুর সিটি কর্পোরেশনে কর্মরত হরিজনদের বেতন বৃদ্ধি সহ উল্লেখিত দাবি বাস্তবায়নে মেয়র এর কার্যকর পদক্ষেপ কামনা করেন। পরে সিটি কর্পোরেশনে মেয়র বরাবর একটি স্মারক লিপি পেশ করা হয়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

10 − 7 =