৮ দিন পর উদ্ধার হলো রূপগঞ্জে অপহৃত চালক

0
402

রূপগঞ্জে অপহৃত চালক ৮ দিন পর উদ্ধার, গ্রেফতার ৪নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে অপহৃত গাড়ি চালক এমরান মিয়াকে অপহরণের আট দিন পর উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে জেলার ফতুল্লা থানার শিবু মার্কেট এলাকা থেকে এমরান মিয়াকে উদ্ধার করা হয়। এ ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়েছে।

 

গত ১ জুলাই রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার বিশ্বরোড এলাকা থেকে গাড়ি চালক এমরান হোসেনকে অপহরণ করে নিয়ে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এমরান মিয়া লক্ষীপুর জেলার কমলনগড় থানার চরজাঙ্গালিয়া এলাকার আব্দুল আজাদের ছেলে। তিনি রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় অবস্থিত আরএফএল কোম্পানিতে গাড়ি চালক হিসেবে চাকুরি করে আসছিলেন। পুলিশ জানায়, গত ১ জুলাই দুপুরে কর্মস্থলে আসার পথে তারাব পৌরসভার বিশ্বরোড এলাকায় একটি মাইক্রোবাস যোগে একদল অপহরণকারী এমরান মিয়াকে অপহরণ করে নিয়ে যায়। এরপর এমরানের পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের ২০ লাখ টাকার মধ্যে ৫০ হাজার টাকা বিকাশের মাধ্যমে পরিশোধ করা হয়। বিষয়টি রূপগঞ্জ থানাকে অবহিত করা হলে সোমবার দুপুরে এসআই জুবায়ের মৃধার নেতৃত্বে একদল পুলিশ জেলার ফতুল্লা থানার শিবু মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে এমরান মিয়াকে উদ্ধার করা হয়। এসময় আরিফ (২০), হৃদয় (২১), মমতাজ উদ্দিন (৪০) ও মোহাম্মদ হোসাইন (২৫) কে গ্রেফতার করা হয়। এসআই জুবায়ের মৃধা জানান, অপহরণকারী চক্রটি দীর্ঘ দিন ধরেই এসব অপরাধমূলক কর্মকান্ড করে আসছে। চার জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

 

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

17 + 3 =