মাদকাসক্ত হেলপারচালিত ট্রাকের চাপায় স্কুলছাত্রী নিহত

0
511

টাঙ্গাইলের সখীপুরে এবার হেলপারচালিত ট্রাকের চাপায় সাদিয়া আক্তার নামের দশম শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে সখীপুর-সাগরদিঘী সড়কের বেলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদিয়া উপজেলার বড়চওনা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ও একই এলাকার ব্যবসায়ী আজহারুল ইসলামের মেয়ে। ঘটনার পরপরই শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

তারা সড়কে টায়ার জ্বালিয়ে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সখীপুর-সাগরদিঘী সড়ক অবরোধ করে রাখে। স্থানীয়রা ট্রাকচালকের আসনে থাকা হেলপার তানভীরকে (১৫) আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। ট্রাক মালিক আবদুর রাজ্জাক বিপ্লব পলাতক রয়েছে। সাদিয়া জাহানের মৃত্যুতে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও জনতা গতকাল ঢাকা-সখীপুর-সাগরদীঘি সড়কের বেলতলীতে অবরোধ প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে খালারবাড়ি থেকে হেঁটে বাড়িতে ফেরার সময় ঢাকা-সখীপুর-সাগরদিঘী সড়কের বেলতলী এলাকায় বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক সাদিয়াকে ধাক্কা দেয়। এতে মাথায় আঘাত লেগে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। দুপুর ১২টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক সাদিয়াকে মৃত ঘোষণা করেন। সাদিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ সহপাঠীসহ স্থানীয়রা ‘নিরাপদ সড়ক চাই, দুর্ঘটনার বিচার চাই’সহ নানা স্লোগান দিয়ে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। পরে বিকেল ৩টায় সখীপুর থানার ওসি এস এম তুহীন আলী ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। সাদিয়ার মৃত্যুতে তাঁর পরিবারে মাতম চলছে। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। নিহত সাদিয়ার সহপাঠী পায়েল আক্তার বলে, ‘সাদিয়া আমাদের খুব ভালো বান্ধবী ছিল। আমরা তার হত্যার বিচার চাই।’ খোঁজ নিয়ে জানা গেছে, ট্রাকের হেলপার আটক তানভীর (১৫) এলাকায় মাদকাসক্ত হিসেবে পরিচিত। সে দেড় মাস আগে ওই ট্রাকে হেলপারের কাজ নেয়। গাড়ি ধোয়ার জন্য মালিক তার হাতে ট্রাকের চাবি দিয়েছিল। উপজেলা বাস, কোচ ও মিনিবাস শ্রমিক সমিতির সভাপতি আবদুল হালিম সরকার বলেন, ‘এটি সড়ক দুর্ঘটনা নয়। ১২-১৪ বছরের একজন চালকের সহকারী পিকআপ চালানোর নামে তার বন্ধুদের নিয়ে ইভ টিজিং করতে গিয়ে মেয়েটিকে হত্যা করেছে।’ এলাকার বাসিন্দা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছবুর রেজা বলেন, ‘এ রকম হেলপারের হাতে যে মারণযন্ত্র ট্রাক তুলে দিয়েছে সেই মালিকসহ সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।’ বড়চওনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল মিয়া বলেন, ‘সাদিয়া আমাদের স্কুলের বিজ্ঞান বিভাগের একজন মেধাবী ছাত্রী ছিল। আমরা তার হত্যার সুষ্ঠু বিচার দাবি করছি।’সখীপুর থানার ওসি এস এম তুহীন আলী বলেন, ‘ঘাতক ট্রাকসহ হেলপারকে আটক করা হয়েছে। ট্রাকের মালিককেও আটকের চেষ্টা চলছে।’ এদিকে চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের হরিমোহন গাবতলা এলাকায় গতকাল দুুপুরে অটোরিকশার ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু মো. সানজিদ (৪) চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার স্কুল-কলেজ রোড মহল্লার তহুরুল ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে শহরের হরিমোহন গাবতলা এলাকার রাস্তা পারাপারের সময় শিশু সানজিদকে একটি অটোরিকশা ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয়রা উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

nine + thirteen =