রূপসায় ফলদ বৃক্ষমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

0
490

রূপসা প্রতিনিধিঃ-খুলনার রূপসায় উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর আয়োজিত ফলদ বৃক্ষমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা সোমবার (৩০ জুলাই) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। পরবর্তীতে বৃক্ষমেলার উদ্বোধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইলিয়াছুর রহমান। স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরিদুজ্জামান।

বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ যোবায়ের, সহকারী কমিশনার সাবরিনা সুলতানা, খুলনা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন। যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবু বকর মোল্লার পরিচালনায় বক্তৃতা করেন থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুর রহমান বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, সমাজ সেবা কর্মকর্তা প্রবীর রায়, রূপসা প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম তোতা, দুপ্রক সভাপতি আ. রশিদ, ফকরুল ইসলাম, আ’লীগ নেতা বিনয় কৃষ্ণ হালদার, ফ.ম আইয়ুব আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মমতাজ উদ্দিন, শেখ রাজেদ আলী, দেলোয়ার হোসেন, নিতাই চন্দ্র বালা, মিলি বেগম, প্রমিলা রানী বালা, জাহাঙ্গীর মোল্লা, রমেশ চন্দ্র প্রমূখ। এবারের বৃক্ষমেলায় ৮ টি স্টল অংশগ্রহন করেছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

eight + four =