সংবাদ সম্মেলনে স্বামীর অভিযোগ তালাক প্রাপ্ত স্ত্রীর পুনঃরায় স্বামীকে পাওয়ার দাবী, অন্যথায় আত্মহত্যার হুমকি!!

0
593

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে স্বর্ণকিশোরী শারমিনের মা তালাক প্রাপ্ত গোলেনুর বেগম পুনঃরায় তার স্বামীকে ফিরে পাওয়ার জন্য আত্মহত্যার হুমকি দিয়েছে বলে স্বামী মোঃ কবির হোসেন রবিবার সকাল ১০টায় রাজাপুর প্রেসক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ করেন। কবির হোসেন উপজেলার সদর ইউনিয়নের তুলাতলা এলাকার বাসিন্ধা। কবির হোসেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, তিনি বিদেশ থাকা অবস্থায় গোলেনুর বেগম তার অপ্রাপ্ত বয়স্ক মেয়ে শারমিনকে জোর পূর্বক বিবাহ দেয়ার চেষ্টা ও তার (তালাক প্রাপ্ত স্ত্রী) চরিত্রহীনতার কারনে তিনি বিদেশ থাকা অবস্থায় ২০১৫ সালের ১লা অক্টোবর রাজাপুর কাজির অফিসে তালাক প্রদান করেন। পরে গোলেনুর বেগম ঐ তালাক অস্বীকার করলে পুনঃরায় আবার দেশে ফিরে ২০১৮ সালের ৭ মার্চ তালাক প্রদান করেন। এরপর তারা আলাদা ভাবে বসবাস করতে শুরু করেন।

কবির হোসেন সংবাদ সম্মেলনে আরো অভিযোগ করেন গত ২৭ জুলাই ২০১৮ তারিখ দুপুরে তার তালাক প্রাপ্ত স্ত্রী আকস্মিক তার প্রাত্ত্বন স্বামী মোঃ কবির হোসেনের ঘরে প্রবেশ করে এবং পুনঃরায় তাকে স্ত্রী হিসেবে গ্রহন করার দাবী জানায়। গোলেনুর বেগমকে স্ত্রী হিসেবে গ্রহন না করলে তিনি আত্মহত্যা করবে বলেও হুমকি দেয়। এ সময় মোঃ কবির হোসেন নিরুপায় হয়ে ঘর থেকে বেরিয়ে রাজাপুর থানা পুলিশের আশ্রয় নেয় এবং এ বিষয়ে লিখিত অভিযোগ করেন। রাজাপুর থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে তার তালাক প্রাপ্ত স্ত্রী গোলেনুর বেগম কে ঘর থেকে বের করে দিয়ে আসে। লিখিত বক্তব্যে কবির হোসেন আরো অভিযোগ করেন, তার স্ত্রী গোলেনুর কে তালাক দেয়ার পরে তার বিরুদ্ধে ঝালকাঠি বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক আইনের একটি মিথ্যা মামলা দায়ে করে তাকে হাজতবাস করান বলে তিনি দাবী করেন। কবির হোসেন দায়েরকৃত মিথ্যা মামলা ও চরিত্রহীন এই মহিলার হাত থেকে পরিত্রান পাওয়ার জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের উচ্চ মহলের কর্মকর্তাদের সহযোগীতা কামনা করেছেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

10 + one =