শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের শুল্ক কর্মকর্তাদের হরিলুটের মহা উৎসব “তথ্য জানতে চাইলে সাংবাদিক নির্যাতন”

0
736

বিশেষ প্রতিনিধিঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর কাষ্টম (শুল্ক) হাউজে সরকারি ভ্যাট ফাকি দেয়ার তথ্য পাওয়া যায়। গত ২২ জুলাই রবিবার বেলা ২টার সময় এ তথ্যের সম্পর্কে আমদানি কার্গো কমপ্লেক্স বিল্ডিং এর ২য় তলায় সাংবাদিক গেলে সেখানে সিড়ি দিয়ে ওঠার পরে ডান পাশের রুমে সাংবাদিক তথ্যের জন্য প্রবেশ করলে ৩ ব্যক্তিকে ঐ রুমে অবস্থান করতে দেখান। এদিকে ভ্যাট সম্পর্কে চেয়ারে বসে থাকা ব্যক্তিকে তথ্য সংগ্রহকারি দৈনিক দিনের আলো এবং সবুজবাংলা২৪.কম পত্রিকার সাংবাদিক বলে পরিচয় দিলে তার সাথে খারাব আচরন করেন তিনি। এদিকে সাংবাদিক বাহিরের থেকে নিয়ে আসা পার্সেল কাস্টম হাউজ থেকে বাহির করতে হলে গ্রাহককে কত পার্সেন্ট ভ্যাট বা ট্যাক্স সরকারি কোষাগারে জমা দিতে হয় সে সম্পর্কে তথ্য জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে পূর্ব দিকে বিল্ডিং ঢাকা কাষ্টম হাউজের সহকারি কমিশন একেএম খায়রুল বাশার আছেন তার সাথে কথা বলে।

এদিকে তখন সাংবাদিক চেয়ারে বসে থাকা ব্যক্তির নাম জানতে চাইলে তিনি মীর মোফাজ্জল হোসেন বলে পরিচয় দেন এবং তাঁর পদবি জানতে চাইলে তিনি কাষ্টমের সিপাহি বলে জানান। এদিকে তথ্যের জন্য কাস্টম হাউজের সহকারি কমিশনারের মোবাইল নাম্বার এবং মীর মোফাজ্জল হোসেনের মোবাইল নাম্বার জানতে চাইলে তিনি যোগাযোগের নাম্বার দিতে রাজি নন। পরবর্তিতে সাংবাদিককে তার মোবাইল নাম্বার না দিয়ে উপরোন্ত সাংবাদিকে পরিচয় পত্র দেখতে চান মীর মোফাজ্জল হোসেন এবং পরে সাংবাদিকে পরিচয় পত্র দেখে তিনি তার মোবাইলে সাংবাদিকের পত্রিকার আইডি কার্ডের ছবি তুলে রাখেন। এই যদি হয় শাহজালাল আন্তর্জাতিক বিমান্দর কাষ্টম হাউজের কর্মকর্তাদের অবস্থা তাহলে ।তাহলে কি সাংবাদিকরা কাষ্টম হাউজে দূনীতি সম্পর্কে তথ্য জানতে গেলে কি এভাবে নির্যাতনের শিকার হবে ? কেন তারা তাদের মোবাইল নাম্বার দিতে চান না তাদের দূর্নীতি ফাস হয়ে যাবে বলে ? এদিকে তথ্য পাওয়া যায় কোন মাল কাষ্টম হাউজে জমা হলে সেই মালে বাজার মূল্য নির্ধারিত চার ভাগের এক ভাগ জমা দিয়ে এবং যদি বানিজ্যি কোন মাল বিদেশ থেকে আসে সে ক্ষেত্রে উক্ত মালের বাজার মূল্য নির্ধরনে শতকরা ৫০ ভাগ ট্যাক্স দিয়ে মাল টি সিএনএফ লাইসেন্স মাধ্যমে দালালদের সহযোগিতায় ছাড়াতে হয়। এদিকে আরো তথ্য জানা গেছে কাষ্টম’স হাউজ যে পরিমানে ট্যাক্স বা ভ্যাট সরকারি খাতে জমা দিতে হয় তা কাষ্টম’স হাউজের কর্মকর্তরা সঠিক ভাবে সরকারি খাতে জমা না দিয়ে নেজেদের পকেট করেন এ যেন কাষ্টম’স হাউজের হরিলুটে মহাউৎসব। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কাষ্টম হাউজের কিছু অসৎ কর্মকর্তাদের এ ধরনের বছরে কোটি কোটি টাকার ট্যাক্স ফাঁকি দেওয়ার কারনে যা ক্ষতিসাধিত হচ্ছে বাংলাদেশ সরকার। তাহলে কি এ ভাবে নিরবে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কাষ্টম হাউজে ট্যাক্স বা ভ্যাট ফাকি দিয়ে যাবে তারা আর সে সম্পর্কে তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকরা যদি নির্যাতনের শিকার হয় তাহলে কোথায় থাকলো শিক্ষিত সমাজ ? সাংবাদিকরা দেশ ও জাতির বিবেক। এ ধরনের দূর্নীতি বাজ ব্যক্তিদের প্রতি দৃষ্টি আকর্ষন করে বর্তমান সমাজ এবং সেই সাথে এ ধরনে অপরাধিদের চিহ্নিত করে সমাজে সামনে এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করে আধুনিক সমাজ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

three + 8 =