দ্রুত সম্পদ বৃদ্ধির তালিকায় বিশ্বের সব দেশের মধ্যে শীর্ষস্থানে অবস্থান করছে বাংলাদেশ

0
523

দ্রুত সম্পদ বৃদ্ধির তালিকায় বিশ্বের সব দেশের মধ্যে শীর্ষস্থানে অবস্থান করছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, চীন, ভারত সবাইকে পেছনে ফেলে বাংলাদেশের এই শীর্ষ অবস্থান। সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক সম্পদ গবেষণা প্রতিষ্ঠান ওয়েলথএক্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গবেষণা প্রতিষ্ঠানটি বলছে, গত পাঁচ বছরে ধনীদের সম্পদ বৃদ্ধির বিবেচনায় শীর্ষে রয়েছে বাংলাদেশ।

গত সপ্তাহে প্রকাশিত ওয়েলথএক্সের ‘ওয়ার্ল্ড আলট্রা ওয়েলথ রিপোর্ট ২০১৮’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশে ধনীদের সামগ্রিক সম্পদের বার্ষিক প্রবৃদ্ধি ১৭ দশমিক ৩ শতাংশ। সম্পদ বৃদ্ধির গতিতে এরপরে আছে চীন ও ভিয়েতনাম। তাদের ধনীদের সম্পদ বৃদ্ধির বার্ষিক হার যথাক্রমে ১৩ দশমিক ৪ শতাংশ ও ১২ দশমিক ৭ শতাংশ। নিজস্ব ‘ওয়েলথ অ্যান্ড ইনভেস্টেবল অ্যাসেটস মডেল’ ব্যবহার করে প্রতিবেদনটি তৈরি করেছে ওয়েলথএক্স। প্রতিষ্ঠানটির নতুন এ মডেলের মাধ্যমে ব্যক্তিগত মোট সম্পদের আনুমানিক তথ্য পাওয়া যায়। বৈশ্বিকভাবে সম্পদের এ ধরনের বিশ্লেষণ ছাড়াও শীর্ষ ৭৫টি অর্থনীতির দেশে সম্পদের ব্যাপ্তি ও প্রবৃদ্ধি ওয়েলথএক্সের গবেষণার বিষয়বস্তু। তালিকার পঞ্চম স্থানে থাকা প্রতিবেশী ভারতের ধনীদের সম্পদ স্ফীত হচ্ছে বার্ষিক ১০ দশমিক ৭ শতাংশ হারে। ধনীদের দ্রæত সম্পদ বৃদ্ধির তালিকায় ভারতের পরই রয়েছে হংকং। এখানকার ধনীদের সম্পদ বাড়ছে বার্ষিক ৯ দশমিক ৩ শতাংশ হারে। পরের স্থানগুলোয় থাকা আয়ারল্যান্ডের ধনীদের বার্ষিক সম্পদ বৃদ্ধির হার ৯ দশমিক ১, ইসরাইলের ৮ দশমিক ৬, পাকিস্তানের ৮ দশমিক ৪ ও যুক্তরাষ্ট্রের ৮ দশমিক ১ শতাংশ। উল্লেখ্য, ২০১০ সালে প্রতিষ্ঠিত ওয়েলথএক্সের সদর দপ্তর লন্ডনে অবস্থিত। বিশ্রে তিন মহাদেশে ৫ টি প্রতিষ্ঠানের মাধ্যমে তারা গবেষণা পরিচালনা করে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

18 − four =