আটটি স্বর্ণের বারসহ এক পাসপোর্ট যাত্রী আটক

0
594

যশোরের বেনাপোল চেকপোস্টে অভিযান চালিয়ে আটটি স্বর্ণের বারসহ এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছেন কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা। মঙ্গলবার সকালে আটক মাসুদুর রহমান পবন (৫০)  কুমিল্লার দাউদকান্দি উপজেলার চান্দেরচর গ্রামের প্রয়াত আব্দুল খালেকের ছেলে।

বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার ডেপুটি কমিশনার নিপুণ চাকমা  বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার হওয়া স্বর্ণের বার বেনাপোল কাস্টম হাউজে জমা দেওয়া হয়েছে। এ নিয়ে বন্দর থানায় একটি মামলা হয়েছে। শুল্ক গোয়েন্দা সদস্যরা জানান, বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান নিয়ে স্বর্ণ পাচারকারীরা বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাবে- এমন গোপন সংবাদে অভিযান চালানো হয়। এক পর্যায়ে ইমিগ্রেশন কাস্টমসের কার্যক্রমের আনুষ্ঠানিকতা শেষ করে ভারতে প্রবেশের সময় সন্দেহজনক অবস্থায় পবনকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে পায়ুপথ থেকে পাঁচটি ও অন্য জায়গা থেকে তিনটি স্বর্ণেরবার উদ্ধার করা হয়। এ স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ টাকা।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

15 + nine =