প্রথমে মধু বলে দাবি করলেও পরে প্রমাণ হয় এগুলো ফেনসিডিল

0
681

নড়াইলে ফেনসিডিল বহনকালে আবির হোসেন (১৮) নামে এক তরুণকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যায় নড়াইল শহরের হাতিরবাগান মোড় থেকে পাঁচ লিটারের ড্রাম ভর্তি ফেনসিডিলসহ আবিরকে আটক করা হয়। আবির প্রথমে ড্রামে মধু রয়েছে বললেও পুলিশ চ্যালেঞ্জ করলে ফেনসিডিলের বিষয়টি স্পষ্ট হয়ে উঠে।

আবির সাতক্ষীরা জেলার ভোমরা-গয়েরশ্বর গ্রামের আলমগীর হোসেনের ছেলে। আবির পুলিশকে জানায়, টাকার বিনিময়ে সাতক্ষীরা থেকে নড়াইলের কালনাঘাটের উদ্দেশে ফেনসিডিল নিয়ে যাচ্ছিল সে। পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। এর আগে গত ৭ সেপ্টেম্বর দুপুরে হাতিরবাগান মোড় থেকে ঢাকার নবাবপুর এলাকার নূর জামানের ছেলে মাদক কারবারী শহিদকে (২৮) আটক করা হয়। এ সময় তার কাছ থেকে কোকাকোলার বোতলে রাখা ফেনসিডিলসহ ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গত ৩১ আগস্ট নড়াইল-যশোর সড়কের সীতারামপুর এলাকায় দুু’টি ফলের ব্যাগ থেকে ৭০ বোতল ফেনসিডিলসহ নড়াইল সদরের ফেদী গ্রামের দাউদ মোল্যার ছেলে ইয়াকুব মোল্যাকে (২৮) আটক করে ডিবি পুলিশ। এদিকে, ১১ আগস্ট দুপুরে নড়াইলের সীমাখালির এলাকা থেকে ডিজিটাল ক্যামেরার ব্যাটারির ভেতর থেকে ১০০ পিস ইয়াবাসহ সালমান শরীফকে (২৩) আটক করে সদর থানার এএসআই আনিসুজ্জামান। সালমান সীমাখালির ইউনুস শরীফের ছেলে। এছাড়া গত ৫ আগস্ট নড়াইল-যশোর সড়কের তুলারামপুর ব্রিজ এলাকায় মিনিকেট চালের তিনটি বস্তার ভেতর থেকে ২২৬ বোতল ফেনসিডিল জব্দ করে পুলিশ। এ সময় মাদক কারবারী শওকত আলীকে (৪৫) আটক করা হয়। শওকতের বাড়ি যশোরের বেনাপোল থানার কাগজপুকুর গ্রামে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

13 + one =